কলকাতা: আমেরিকায় দিন কয়েক আগেই ডাক্তার দেখাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ফিরেছেন গত রবিবার সন্ধ্যায়।তবে রাখে হরি মারে কে! ঘটনাচক্রে দেখা গেছে সোমবার ভোর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসে তল্লাশি শুরু করেন। এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো কিছুটা বিরক্তির সাথেই এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন।
তবে এবার ইডির গোয়েন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রেস বিবৃতিতে সরাসরি উল্লেখ করল।সেখানে পরিষ্কার বলা হয়েছে, “তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার।”তথ্যে উঠে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর ছিলেন।
আরও পড়ুন: সফল চন্দ্রযান-৩ মিশন, গোটা দেশ ভাসছে শুভেচ্ছার বন্যায়
প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, “মূলত কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের জন্য এই কোম্পানিকে ব্যবহার করা হত।সুজয়কৃষ্ণ ভদ্র ছিলেন মেসার্স লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ অপারেটিং অফিসার তথা সিওও।অভিষেকের পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্রও এই সংস্থার ডিরেক্টর ছিলেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্র ডিরেক্টর ছিলেন ওই কোম্পানিতে।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ঘটনাকে কেন্দ্র করে সুজয়কৃষ্ণ ভদ্রকে আগেই গ্রেফতার করা হয়েছে। তল্লাশিও চালানো হয়েছে এই সূত্রে।তদন্তের ফলে উঠে এসেছে বেশ কিছু প্রমাণ।বাজেয়াপ্ত করা হয়েছে কিছু নথি এবং ডিজিটাল সাক্ষ্য প্রমাণ।