HomeEntertainmentপ্রয়াত উত্তমকুমারের নায়িকা অঞ্জনা ভৌমিক, শাশুড়িমাকে হারালেনযিশু সেনগুপ্ত

প্রয়াত উত্তমকুমারের নায়িকা অঞ্জনা ভৌমিক, শাশুড়িমাকে হারালেনযিশু সেনগুপ্ত

- Advertisement -

মহানগর ডেস্ক:  প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বিগত বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবারে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে মাতৃহারা হয়েছেন যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা। যিশু সেনগুপ্ত হারিয়েছেন  তাঁর শাশুড়িমাকে।

জানা গিয়েছে, বাংলা সিনেমার এই বর্ষীয়ান অভিনেত্রী দীর্ঘদিন ধরেই   মারণরোগ ক্যানসারে ভুগছিলেন ।  তিনি আজ শনিবার সকাল ১০টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।  উত্তমকুমারের এই নায়িকাক সাধারণ মানুষের কাছে ব্যপক জনপ্রিয় ছিলেন।  অঞ্জনা ছয়ের থেকে আটের দশক পর্যন্ত বাংলা সিনেমা জগত কাঁপিয়েছেন। উত্তম কুমারের সঙ্গে মোট ৭ টি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘থানা থেকে আসছি’, ‘রাজদ্রোহী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনো মেঘ’, ‘চৌরঙ্গী’, ‘শুকসারী’, ‘রৌদ্রছায়া’ ছবিতে উত্তম কুমারের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল।

তবে খুব বেশিদিন তিনি অভিনয় জগতে ছিলেন না। ৮০-এর দশকের পর থেকে নিজেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অঞ্জনার দুই কন্যা রয়েছে নীলাঞ্জনা এবং চন্দনা।  মায়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন কন্যারা। কথা বলার মত ভাষা হারিয়েছন। বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে।

Most Popular