HomeKolkataফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা, নুসরতের পর আরও এক অভিনেত্রীকে তলব ইডির

ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা, নুসরতের পর আরও এক অভিনেত্রীকে তলব ইডির

- Advertisement -

মহানগর ডেস্ক:  ফ্ল্যাট দেওয়ার  নামে প্রতারণার মামলায় গত মঙ্গলবার নুসরতকে তলব করার পর এবার  আরেক অভিনেত্রীকে তলব  করল ইডি। সূত্র থেকে জানা গিয়েছে   অভিনেত্রীর নাম রূপলেখা মিত্র। ইডির সূত্র থেকে জানা গিয়েছে কোম্পানির মাথায় নুসরাত থাকলেও কোম্পানির ডিরেক্টর ছিলেন এই রূপলেখা।

ইডির দাবি রূপলেখা কোম্পানির ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা তুলে যথেচ্ছ পরিমাণে   নয়ছয় করছে। কোম্পানিটির নাম সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। ইডির সূত্রে খবর  সোমবার অফিসে গিয়ে একাধিক অবসপ্রাপ্ত ব্যাংক কর্মী দাবি করেন যে এই সংস্থায় তাদের জমানো টাকা দেয় ফ্ল্যাট কেনার জন্য। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও তারা  ফ্লাট পায়নি বলে অভিযোগ। সেই  অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করলে অভিনেত্রী নুসরতের নাম চলে আসে। তারপরেই সামনে এসেছে রূপলেখা মিত্রের নাম।

যদিও অভিযোগ ওঠার পর নুসরত একটি সাংবাদিক বৈঠক ডেকে জানান যে এই সংস্থার দুর্নীতির মামলার অনেক আগেই তিনি এই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি কয়েক কোটি টাকা কোম্পানী থেকে ঋণ নিয়েছিলেন তবে সেই টাকা সময়মত শোধ করে দিয়েছিলেন বলেও জানান।  নুসরত জানান যে এই মামলায় তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। অন্যদিকে রূপলখা জানান যে বর্তমানে তিনি অন্য একটি সংস্থার ডিরেক্টর।

Most Popular