HomeKolkata‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে ভারত' অভিনন্দন বার্তা মমতার

‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে ভারত’ অভিনন্দন বার্তা মমতার

- Advertisement -

কলকাতা: চন্দ্রযান-৩ মিশন সফল। গোটা দেশ জুড়ে বইছে শুভেচ্ছার বন্যা। সমগ্র বিশ্ব ভারতের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পরেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফলতার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীদের প্রশংসা করেছেন।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয় চন্দ্রযান-৩। চন্দ্রাভিযানে এই দুর্দান্ত সাফল্যের জয়। ইসরোর জয়। “ভারত যে বিজ্ঞানচর্চায় ও প্রযুক্তিতে কতটা এগিয়ে গিয়েছে, তা আজ প্রমাণ করে দিলেন আমাদের বিজ্ঞানীরা। এখন ভারতও ‘মহাকাশের সুপার লিগে’ খাতা খুলে ফেলেছে।” নিরলস ভাবে কাজ করে চলা মানুষদের প্রশংসা করে তিনি আরও লিখেছেন,  আসুন এই গৌরবের মুহূর্ত আমরা সকলে মিলে উদযাপন করি এবং জ্ঞান ও প্রয়োগের ক্ষেত্রে দেশের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিনন্দন জানিয়েছে লিখেছেন “গোটা দেশকে গর্বিত করার জন্য ধন্যবাদ ইসরো।”

চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ার পর টুইট করছেন বহু রাজনীতিবিদ। অভিনন্দন জানিয়েছেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “অভিনন্দন ইসরো ইতিহাস তৈরির জন্য। চন্দ্রযান-৩   মিশনের “বিক্রম” সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আমরাই প্রথম দেশ যারা নিষিদ্ধ চন্দ্রের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং  চিনের পরে চাঁদে রোভার চালানোর জন্য সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ দেশ। আশা করি ল্যান্ডার “বিক্রম” এবং রোভার “প্রজ্ঞান” সমস্ত কাজ সম্পন্ন করবে এবং চন্দ্রযান 3 লুনার মিশন সুপার ডুপার সফল হবে। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।”

Most Popular