HomeKolkataনার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য SSKM-র হোস্টেলে

নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য SSKM-র হোস্টেলে

- Advertisement -

কলকাতা: যাদবপুর কাণ্ডের রেশ এখনও কাটেনি! এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। এসএসকেএম হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার হল এক নাসিং ছাত্রীর ঝুলন্ত দেহ। ওই হোস্টেলের শৌচাগারে উদ্ধার হয়েছে ওই মৃতদেহ টি। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনার তোলপাড় রাজ্য। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, আন্দোলন! দোষীদের শাস্তির দাবিতে ফুঁসছে গোটা বাংলা। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কোন দিকে গড়াবে ছাত্র মৃত্যু কাণ্ডের তদন্ত, সেই দিকেই নজর সকলের।

আরও পড়ুন: র‍্যাগিং রুখতে এবার করা পদক্ষেপ রাজ্য সরকারের, চালু করা হল হেল্পলাইন নম্বর

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রটির নাম সুতপা কর্মকার। ছাত্রীটি নার্সিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে রায়গঞ্জের বাসিন্দা। নার্সিং পড়ার সূত্রে সে কলকাতার লিটন হোস্টেলে এসেছিল। ছাত্রীটিকে বৃহস্পতিবার খুঁজে না খেলে তার খোঁজ করতে করতে অবশেষে তার ঝুলন্ত দেহ পাওয়া গেলো হোস্টেলের একটি শৌচাগার থেকে।

সূত্র থেকে জানা গিয়েছে যে, ছাত্রীটির দেহ উদ্ধারের পর তাকে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।ডাক্তার মৃত্যুর কারণ হিসেবে অত্মহত্যা বলে ঘোষণা করেন। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মৃত্যুর কারণ কি তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Most Popular