HomeEntertainmentঅবশেষে জিতু কমলকে মনে পড়লো নবনীতার,বড়দিনে পুরনো ছবি পোস্ট অভিনেত্রীর!

অবশেষে জিতু কমলকে মনে পড়লো নবনীতার,বড়দিনে পুরনো ছবি পোস্ট অভিনেত্রীর!

- Advertisement -

মহানগর ডেস্ক : বেশ কিছুদিন আগেই দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। তবে এ বিষয়ে বরাবরই চুপচাপ জিতু কমল। বিবাহবিচ্ছেদের কথা প্রথম বার প্রকাশ্যে আনেন অভিনেত্রী নবনীতা দাস। ধুমধাম করে বিয়ে করেছিলেন জিতু কমল, ও নবনীতা দাস। আদর করে জিতু কমল তাকে ‘বাচ্চা বউ’ বলে ডাকতো।বিচ্ছেদের পরেও তার প্রাক্তন স্ত্রীর নামে কোনো নেতিবাচক আলোচনা করতে চাননা তিনি। জিতু কামালের কাছ থেকে নিজেই বিচ্ছেদ চেয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সেই কথা। তাঁর ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নবনীতার থেকে আলাদা হয়েছেন জিতু। এই মুহূর্তে আদালতে বিচ্ছেদের মামলা চলছে তাঁদের।

তবে যে কারণেই এই সিদ্ধান্তে আসুক না কেন তারা, নবনীতার স্মৃতি জুড়ে এখনো অতীতের হাতছানি। সাম্প্রতিক পুজোর সময় নবনীতা প্রাক্তন স্বামী এবং শ্বশুর, শ্বাশুড়ির সাথে তোলা ছবি পোস্ট করেছিলেন। এবার বড়দিনে নবনীতার ইনস্টাগ্রাম স্টোরিতে জিতু- নবনীতার যুগলবন্দি ছবি। তবে কি মিস করছেন প্রাক্তন স্বামীকে? এ বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে জিতু কমল মুখে একদম কুলুপ এঁটেছেন, দাম্পত্য বিচ্ছেদের পর থেকেই। তার ভক্তরা অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো একাতিত্বে ভুগছেন! কিন্তু ছবি এখন অন্যরকম, দেখা যাচ্ছে জীবনে বেশ এগিয়ে যাচ্ছেন জিতু কামাল। সম্প্রতি জিতের সঙ্গে তাঁর ‘মানুষ’ মুক্তি পায়। তাঁর ইনস্টাগ্রামে শুধু সেই সংক্রান্তই প্রচার।

টলিউডের এই জনপ্রিয় জুটির বিচ্ছেদের খবরে হতবাক হয়েছিলেন অনেকেই। নিজেরা ভালো থাকার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তারপর থেকে মাঝে মধ্যেই তাঁদের পোস্টে উঠে আসত মন খারাপের ছোঁয়া। পুজোর সময়ও নবনীতার স্মৃতি জুড়ে ছিল কেবলই অতীতের হাতছানি।আর এবার বড়দিনে অভিনেত্রী নবনীতা দাস – র স্টোরি ঘিরে ভক্তদের মনে নানান দ্বন্দ্ব তৈরি হয়েছে।অনেকেই ভাবছেন তাহলেকি আবার এক হচ্ছেন তারা!

Most Popular