মহানগর ডেস্ক: লক্ষ্মীবারে সকাল সকাল তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংস্থা। সূত্রের খবরে জানা গিয়েছে, একসঙ্গে শহরের মোট ৯ জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে মানিকতলা,বড়বাজার, নিউ আলিপুরও।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , গোয়েন্দারা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার জন্যই এই সমস্ত জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ED-র তরফে।
পুলিশ তৎপর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে। সুপ্রিম কোর্টেরও বাঁধাধরা ডেডলাইন রয়েছে । তাই ED বছর শেষেও তৎপর।তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই জায়গাগুলিতে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে সেখান থেকে কোনও নথি উদ্ধার করা যায় কিনা। কেন্দ্রীয় বাহিনীও ED-র সঙ্গে ছিল এই জায়গাগুলিতে। মহিলা আধিকারিকরাও ছিলেন কয়েক জায়গায়। কী কারণে এই তল্লাশি ? নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কি কোনও নয়া চমক বছরের শেষে? উঠেছে একাধিক প্রশ্ন।
গোটা রাজ্যে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসার পর। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক গ্রেফতার করা হয়। অপরদিকে,কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যাকেও গ্রেফতার করা হয়েছে। আর তদন্তের সূত্র ধরেই নাম হুগলির প্রোমোটার অয়ন শীলের উঠে আসে। এদিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলার জল গড়িয়েছিল। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে দ্রুত তদন্ত শেষ করতে হবে। এর জন্য টাইম লাইনও বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।