HomeKolkataপুজোর বাজারে ভিলেন হতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা

পুজোর বাজারে ভিলেন হতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা

- Advertisement -

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভাসছে দুই বাংলা। দক্ষিণবঙ্গেও ব্যপক বৃষ্টি হয়েছে শনিবার। তবে সপ্তাহ শেষ বলে সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ ছুটির দিনে বাড়ি বসে বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে। তবে এখনানেও কিন্তু রয়েছে। পুজো এসেই গিয়েছে এই বৃষ্টি কেনাকাটাতে বাধ সেধেছে। আজ রবিবার বেলা গড়ালেই বাজারে বাড়বে ভিড়। তবে কেনাকাটা করতে যাওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

প্রবল বৃষ্টি না হলেও আজ রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আবার এর মধ্যেই নতুন করে হওয়া ঘূর্ণাবর্ত ও  নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। অক্টোবরের শুরুতে একটি নিম্নচাপের কথা বলা হয়েই সেটাই তৈরির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে রবিবার  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ।

 আলিপুর আবহাওয়া দফতররে পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে না। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বজায় থাকবে অস্বস্তিকর গরম। সোমবার থেকে তাপমাত্রা আগের থেকে কিছুটা বাড়বে।

Most Popular