HomeKolkataস্মার্টফোনের মেমোরি ফুল, দেখে নিন স্টোরেজ খালি রাখার ৫ কৌশল

স্মার্টফোনের মেমোরি ফুল, দেখে নিন স্টোরেজ খালি রাখার ৫ কৌশল

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা: আপনার কি স্মার্টফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে?তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য!ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায় অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে।আর বিপত্তি দেখা দেয় নতুন কোনো কিছু রাখতে গেলে। আর শখের ফোনও স্লো হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে।মাঝে মাঝে এজন্য ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন।

ফোনের মেমোরি কিছু কৌশল অবলম্বন করলে খালি রাখতে পারবেন সব সময়। জেনে নিন বিস্তারিত :

১.ব্যবহার করুন স্টোরেজে অ্যাপ 

বাজারে রয়েছে একাধিক অ্যাপ মোবাইলের স্টোরেজ বা মেমোরিতে চাপ কম দেওয়ার জন্য। স্মার্টফোনের মেমোরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব স্টোরেজ ম্যানেজার জাতীয় এই অ্যাপগুলোর মাধ্যমে।

২.ছবি বা ভিডিও ক্লাউডে স্টোরেজ করুন 

ব্যবহার করা শুরু করুন গুগল ড্রাইভ বা ক্লাউডের মতো অ্যাপ।সেখানে সেভ করে রাখতে পারেন ফোনের ছবি, ভিডিও ইত্যাদি।পরিবর্তে, আপনার পছন্দের মুহূর্তের ছবি-ভিডিও অক্ষত থাকবে এবং আপনার ফোনের উপর চাপ কম হবে। গুগল ফটো অ্যাপ ব্যবহার করে থাকেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের একটা বড় অংশই।

৩.ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপ  

যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাঁরা প্লে স্টোরে গেলেই দেখতে পাবেন, আপনার ফোনের অচল অ্যাপ কোনগুলো। দেখবেন, আপনার ফোনে বেশ কিছু অ্যাপই দীর্ঘদিন ধরে ব্যবহার না হয়েই পড়ে রয়েছে।ফোনের মেমোরি এগুলো দখল করে থাকে।আপনি এই অ্যাপগুলোকে তালিকা দেখে সহজেই আনইনস্টল করতে পারবেন।

৪.ক্যাশ ডিলিট করুন নিয়মিত 

নিয়মকরে ক্যাশ ফাইল ডিলিট করুন মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে।কারণ অনেকটা মেমোরি দখল করা থাকে অনেক অ্যাপের ক্যাশেতেই।এর ফলে মোবাইলে জায়গা ফ্রি হয় কিছুটা হলেও ।

৫.স্টোরেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে  

নিজস্ব স্টোরেজ ম্যানেজার থাকে হোয়াটসঅ্যাপের।আপনার হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো বা হোয়াটসঅ্যাপে আসা ছবি-ভিডিও সেখানেও সেভ হয়।এখানে দখল করে থাকে প্রচুর পরিমাণ মেমোরি।মেমোরি খালি রাখতে হলে,সেটিংসে যান সরাসরি।সেখান থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন ম্যানেজ স্টোরেজে গিয়ে।

Most Popular