HomeOffbeatবিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোন গুলি, ভারতের স্থানই বা কততে? রইল বিস্তারিত

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোন গুলি, ভারতের স্থানই বা কততে? রইল বিস্তারিত

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: বিশ্বব্যাপী বাণিজ্য ও যাত্রী পরিবহনের, অন্যতম ভরসাযোগ্য পরিবহন মাধ্যম হল বিমান। প্রতিদিন কর্মসূত্রে কিংবা ভ্রমণ পিপাসায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অথবা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পা রাখেন অসংখ্য মানুষ। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই পথ তৈরি করে দেয় বিমানবন্দর গুলি। তবে যাত্রি পরিবহনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট কোন গুলি তা জানা নেই সিংহভাগেরই। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। রইল সেই তথ্য। 

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম 10 এয়ারপোর্ট-

হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 

1926 সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিমানবন্দর হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা। যা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলি তালিকায় প্রথমে জায়গা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। 2023 সালের হিসেব অনুযায়ী, এয়ারপোর্টটিতে দৈনন্দিন যাত্রীর সংখ্যা প্রায় 10 কোটি 47 লাখ। 

দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 

আরব আমিরার নামকরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। 1960 সালে প্রতিষ্ঠিত এই এয়ারপোর্টে নিত্য যাতায়াতকারী যাত্রীর সংখ্যা প্রায় 8 কোটি 70 লাখ। 

ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 

1973 সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবন্দর বিশ্বের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরের তকমা পেয়েছে। প্রতিদিন এখানে প্রায় 8 কোটি 17 লাখ মানুষ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আসেন। যদিও এই হিসাব গতবছরের পরিসংখ্যান অনুযায়ী। 

লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট 

1946 সালে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের সর্ববৃহৎ বিমানবন্দরটি 1970 সাল পর্যন্ত লন্ডন এয়ারপোর্ট নামে পরিচিত ছিল। পরবর্তীতে এর নাম হিথ্রো এয়ারপোর্ট রাখা হয়। দেশটির বৃহত্তম এয়ারপোর্টটি প্রতিদিনের প্রায় 7 কোটি 92 লাখ মানুষ নিয়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির তালিকায় 4 নম্বরে স্থান পেয়েছে। 

টোকিও হানেদা এয়ারপোর্ট 

জাপানের এই বিমানবন্দর 1931 সালে গড়ে ওঠে। 2023 বর্ষের হিসাবে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির তালিকায় এই এয়ারপোর্টের নাম 5 নম্বরে। প্রতিদিন 7কোটি 87 লাখেরও বেশি মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর 

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এই এয়ারপোর্ট গড়ে উঠেছিল 1995 সালে। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে যার স্থান ছয়ে। বর্তমানে 7 কোটি 88 লাখেরও বেশি মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। 

ইস্তাম্বুল এয়ারপোর্ট 

2018 সালে তৈরি হওয়া তুরস্কের এই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির তালিকায় 7 নম্বরে জায়গা করেছে। গতবছরের হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় 7 কোটি 61 লাখ মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। 

প্রসঙ্গত, ওপরে উল্লিখিত বিশ্বের 7 ব্যস্ততম বিমানবন্দর ছাড়াও লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যথাক্রমে 8, 9 এবং 10 নম্বরে নিজেদের জায়গা অক্ষুণ্ন রেখেছে। 

আরও পড়ুন: একসাথে 38টি কুকুর নিয়ে ভ্রমন, গড়লেন ওয়ার্ল্ড রেকর্ড

Most Popular