বিক্রম ব্যানার্জী: নবরাত্রির দিন রঙিন জলসার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সেই উপলক্ষ্যে আমন্ত্রিতরাও ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠানে। চারিদিকে ঝলমলে আলোর রোশনাইয়ের মধ্যে ফুল স্পিডে চলছিল গান। পাশেই নৃত্য পরিবেশন করছিলেন মেয়েরা। হঠাৎই একদল ছেলে একে অপরের ওপর চড়াও হয়। শুরু হয় তুমুল অশান্তি। লাথি, চর, ঘুষি কিছুই বাদ থাকেনি সেখানে। এদিকে অনুষ্ঠানে আগত স্থানীয়রা ভয়ে যে যেদিকে পারেন ছুটতে আরম্ভ করেছেন। সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা সামনে আসতেই উঠছে নিন্দার ঝড়।
ভাইরাল ভিডিও
অতি সম্প্রতি সমাজ মাধ্যমে নবরাত্রি অনুষ্ঠানে একদল ছেলের তুমুল হাতাহাতির দৃশ্য সামনে এসেছে। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে চারিদিক। নানান রঙের লাইট ব্যবহার করে অনুষ্ঠানটির শোভা বাড়াতে কোনও রকম ত্রুটি রাখেনি উদ্যোক্তারা। আয়োজন করা হয়েছে, নানান বিচিত্র অনুষ্ঠানেরও। সেই উপলক্ষে অনুষ্ঠান চত্বর জুড়ে ভিড় জমিয়েছেন আমন্ত্রিত লোকজন। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎই সেখানে উপস্থিত একদল যুবকের আচরণ নজর কেড়েছে সকলের।
ভিডিওটি যত সামনের দিকে গড়ায় ঘটনাটি তত স্পষ্ট হতে শুরু করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মনোরম পরিবেশের মধ্যে একে অপরের ওপর চড়াও হয়েছেন উপস্থিত যুবকেরা। লাথি, ঘুসি চর যে যা পারছে কোনমতে নিজেকে রক্ষা করতে চালিয়ে দিচ্ছে। ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা ঠায় দাঁড়িয়ে সেই লড়াইয়ের দৃশ্য দেখছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা থেকে চম্পট দেন কয়েকজন যুবক। তাদের তাড়া করে ধরতে যান বাকিরা। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ভিডিওটি সমাজ মাধ্যমে পা রাখতেই প্রায় 4 লাখ 94 হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে, নবরাত্রি অনুষ্ঠানের মধ্যে দল বেঁধে যুবকদের হাতাহাতির দৃশ্য শেয়ার করেছেন প্রায় 7 হাজার 100 জন মানুষ। তবে ভিডিওটিতে যা ঘটেছে তা দেখে নেট নাগরিকরা যে একেবারেই সন্তুষ্ট নন তার প্রমাণ ভাইরাল দৃশ্যটির কমেন্ট বক্স। তবে ঘটনাটি পছন্দ না করলেও ভিডিও দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। সেই সাথে মতামত হিসেবে এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া।
View this post on Instagram
ভিডিওটির সত্যতা যাচাই করেনি Mahanagar 24 ×7।