মহানগর ডেস্ক : একটু অমান্য করলেই হতে পারে মারাত্বক বিপদ। বাড়িতে ঠাকুর রাখা,পূজার্চনা করা হয় পরিবারের মঙ্গল কামনার জন্য। কিন্তু তার বদলে মঙ্গল না হয়ে হঠাৎ করে অমঙ্গল হয়ে গেল! এ তো একেবারেই কাম্য নয়, তাই প্রথমত আমাদের জানতে হবে কি করলে অমঙ্গলকে কাটিয়ে সংসারে মঙ্গল কামনা করা যায়।
অমঙ্গলকে কাটিয়ে তোলার জন্য অনেক রাস্তা আছে। আমাদের সেগুলি জেনে রাখা প্রয়োজন। যেমন বাড়ি বা ফ্ল্যাটের কোন ঘরে ঠাকুর রাখা, পূজার্চনা করা যথাযথ বা ঠাকুর দেবতার ছবি ও মূর্তি রাখা এবং তাঁদের পুজো করা উচিত তা আমাদের জেনে নিতে হবে।
বাস্তুশাস্ত্র মতে, পুজো করার সঠিক স্থান হল ঘরের উত্তর পূর্ব কোণ। যদি এই কোনটিকে পূজা করার সঠিক স্থান হিসেবে নির্বাচন করা হয় তাহলে সংসারে শান্তি ফিরে আসে। ও মন ভালো থাকে। কিন্তু, ভুলবশত যদি সেই স্থানটি হয় আপনার ঘরের বেডরুম তাহলে আপনাকে যথাসম্ভব সেই জায়গাটি পরিবর্তন করতে হবে। হয় আপনাকে পুজোর জায়গাটি পরিবর্তন করতে হবে অথবা আপনার বেডরুমকে স্থানান্তরিত করতে হবে।অনেক বাস্তুশাস্ত্রবিদদের মতে, পুজোর জায়গাটি আলাদা হওয়াই ভালো। এতে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। একান্তই সেটি যদি পরিবর্তন না করা যায় তাহলে, বেডরুমে পূজার্চনা করা থেকে বিরত থাকতে হবে। এতে সংসারের অমঙ্গল কম মঙ্গলই বেশি হবে।