HomePoliticsহাজিরা খাতায় সই করতে ভুললেন ফিরহাদ হাকিম! চটে লাল মুখ্যমন্ত্রী

হাজিরা খাতায় সই করতে ভুললেন ফিরহাদ হাকিম! চটে লাল মুখ্যমন্ত্রী

- Advertisement -

মহানগর ডেস্ক: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ ছিল। তৃণমূল বিধায়কদের বিধানসভা অধিবেশনে দলীয় হাজিরা খাতায় সই করতে হবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim ) এই সিদ্ধান্ত মনঃপূত হয়নি । আর তিনি সেকথা প্রকাশ্যে জানিয়ে দাবি করেছিলেন, ‘দলীয় নির্দেশ পালন করবেন।’ যদিও হাজিরা খাতায় মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনেই মিলল না তাঁর সই! শুধু ফিরহাদই নয়, রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীর একই ভুল হল!

জানিয়ে রাখা ভাল, বঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন।  তিনি স্পষ্ট জানিয়েছিলেন, শীতকালীন অধিবেশনে কোনও বিধায়ক যেন অনুপস্থিত না থাকেন। পাশাপাশি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে থাকা হাজিরা খাতায় দলীয় বিধায়কদের প্রবেশ এবং বার হওয়ার সময় সই করতে হবে, নির্দেশ দেওয়া হয় এমনটাই।

আর এই সই সাবুদ নিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিরক্তি প্রকাশ করতে শোনা গিয়েছিল।তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র দলীয় নির্দেশ বলেই সই করবেন। সঙ্গে ফিরহাদ আরও বলেছিলেন, ‘স্কুলে পড়ি নাকি যে রোজ হাজিরার খাতায় সই করতে হবে!’

Most Popular