HomePolitics'অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে' খবর পেয়ে কি বললেন মমতা

‘অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে’ খবর পেয়ে কি বললেন মমতা

তিনি আরও বলেন,"আমি আজও বলছি,ইডি সিবিআইয়ের প্রয়োজন নেই, কেউ যদি আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তবে আমি নিজেই মৃত্যু বরণ করব।"

- Advertisement -

মহানগর ডেস্ক: সোমবার ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, “কালকে আমাকে একজন মেসেজ করেছে, অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে। ’স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর।

আরও পড়ুন: বিরোধী জোটের থেকে প্রধানমন্ত্রী হবেন কি, উত্তরে যা বললেন নীতীশ কুমার

ইডি বেশ কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বলে পরিচিত ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ এর অফিসে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার তল্লাশি অভিযানে অভিষেক জায়া রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাজেয়াপ্ত করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গের রেশ ধরেই বলেন, “তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারে অভিযোগও করা হয়েছে।”

অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে , কি বলেন মুখ্যমন্ত্রী 
অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে , কি বলেন মুখ্যমন্ত্রী

এদিন মেয়ো রোডের সভামঞ্চে মমতার ভাষণের আগে নিজের বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি স্বীকার না করলেও এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত স্বীকার করেছেন ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ তাঁরই সংস্থা। পাশাপাশি তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার পর থেকেই কেউ কেউ বলে বেরিয়েছেন, আমি নাকি আর ফিরব না। কলকাতায় ফেরার পর দিনই আমার অফিসে গিয়ে ইডি তল্লাশির নামে কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে এসেছে।”

অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে , কি বলেন মুখ্যমন্ত্রী 
‘অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে’ খবর পেয়ে কি বললেন মমতা

অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে , কি বলেন মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন,”আমি আজও বলছি,ইডি সিবিআইয়ের প্রয়োজন নেই, কেউ যদি আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তবে আমি নিজেই মৃত্যু বরণ করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।যার দীক্ষায় দীক্ষিত, যার শিক্ষায় শিক্ষিত, আমাকে ধমকায় চমকিয়ে লাভ নেই।”অন্যদিকে মুখ্যমন্ত্রীও সাংবাদ মাধ্যম প্রসঙ্গে বলেন, “শুধু রাজনীতিকরা দুর্নীতিপরায়ণ নন, সাংবাদিকরাও অনেকে দুর্নীতিপরায়ণ। তাঁদের পকেটের খোঁজ নিলে অনেক কিছু বেরিয়ে পড়তে পারে।”

Inhumane Act: Mamata Banerjee After Nephew Abhisheks Wife Stopped At Airport | India News | Zee News
‘অভিষেককে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে’ খবর পেয়ে কি বললেন মমতা

Most Popular