HomePoliticsসুকান্তর পুজোয় কি যাবেন জে পি নাড্ডা, বিজেপির অন্দরে চর্চা তুঙ্গে 

সুকান্তর পুজোয় কি যাবেন জে পি নাড্ডা, বিজেপির অন্দরে চর্চা তুঙ্গে 

- Advertisement -

মহানগর ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুরোধে কলকাতার একটি পুজো মণ্ডপের উদ্বোধন করে গিয়েছেন।বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারও শাহকে আমন্ত্রণ করেছিলেন বালুরঘাটের একটি পুজোর উদ্বোধন করার জন‌্য। সুকান্তর ডাকে অবশ‌্য সাড়া দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে সুকান্ত শিবিরকে হতাশ হতে হয়েছে।বঙ্গ বিজেপির মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, রাজ‌্য সভাপতির এলাকার পুজোয় শাহ না আসার কারণে।এই আবহেই ষষ্ঠীর রাতে কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।

সপ্তমীর দিন অর্থাৎ ২১ তারিখ বাংলায় পুজো দেখবেন তিনি। শহরতলি ও জেলায় বিজেপির উদ্যোগে কয়েকটি পুজোয় যাবেন। এখনও পর্যন্ত যা খবর তিনটি পুজোয় তিনি যাবেন। তার মধ্যে সল্টলেক ও উলুবেড়িয়ার একটি পুজো রয়েছে। অন‌্যটি ঠিক হয়নি।অপরদিকে,গেরুয়া শিবিরে চর্চা চলছে সুকান্ত মজুমদাররের লোকসভা কেন্দ্র বালুরঘাটের পুজোতে নাড্ডা যান কি না সেই বিষয়ে।সুকান্ত মজুমদার নিজে জানিয়েছেন, জে পি নাড্ডার সূচি এখনও চূড়ান্ত হয়নি। ষষ্ঠির দিন বিকেলে আসার কথা। সপ্তমী—অষ্টমী থাকতে পারেন। বালুরঘাটে যাবেন কি না সেটাও চূড়ান্ত নয়।

এদিকে, ইজেডসিসি চত্বরে গত তিন বছরের মতো এবারও হচ্ছে বিজেপির উদ্যোগে দুর্গাপুজো। তবে সরাসরি বিজেপির বদলে এবার উদ্যোক্তা বিজেপির কর্মী, সমর্থকদের সংগঠন ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’।এ বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,”দলের পুজো নয়। তবে দলের কয়েক জন কার্যকর্তার উদ্যোগেই হচ্ছে। এর বেশি কিছু নয়।”সল্টলেকে বিজেপির উদ্যোগে সুকান্ত এই পুজোর উদ্বোধনও করেছেন।

Most Popular