HomeSports Newsআবারও FIFA বর্ষসেরার মুকুট Messi -র, সত্যিই কি যথাযথ, উঠছে প্রশ্ন

আবারও FIFA বর্ষসেরার মুকুট Messi -র, সত্যিই কি যথাযথ, উঠছে প্রশ্ন

- Advertisement -

মহানগর ডেস্ক: আবারও সেরার সেরা মেসি (Messi)। ২০২২ সালের পর ২০২৩ সালেও ফিফার সেরা প্লেয়ারের শিরোপা জিতে নিলেন আর্জেন্টিনার মহাতারকা। ৩৭ বছর বয়সে এসেও এখনও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের তারকাদের সঙ্গে। বুঝিয়ে দিলেন তাঁর সাম্রাজ্য-একাধিপত্ব এখনও অটুট। ভোটের বিচারে দুই প্রতিদ্বন্দী কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে পিছনে ফেলে ফিফা ববর্ষসেরা ফুটবলার হলেন লিও মেসি।

লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে ভেবেছিলেন এবার হয়তো মেসিকে হারিয়ে সেরার সেরা শিরোপা জিতবে আরলিং হালান্ডের মাথায়। অবশ্য দুই প্রজন্মের দুই সেরা ফুটবলারের মধ্যে কিন্তু বেশ ভোটিংয়ের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। শেষ পর্যন্ত কিন্তু জয়ের হাসি হাসলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি (Messi)।

পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে নেওয়া হয়। পুরুষদের ‘দ্য বেস্ট বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। মেসি এবং হালান্ড দুজনেই ৪৮ পয়েন্ট পেয়েছেন ভোটে, কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোটে সেরা মনোনীত হন মেসি। যদিও এদিন লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি। তাঁর হয়ে অ্যাওয়ার্ড নেন থিয়েরি অঁরি ।

এছাড়া মহিলাদের ফুটবলের বর্ষসেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ কোচ হন সারিনা ভাইগমান। পুরুষদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার ওঠে পেপ গুয়ার্দিওলার হাতে। মহিলাদের সেরা গোলকিপার হন মেরি আর্পস। পুরুষদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন এডারসন। সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জেতেন গিলের্মে মাদুরগা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল।

Most Popular