বিক্রম ব্যানার্জী: দীর্ঘ অপেক্ষার অবসান। টানা 1 বছরেরও বেশি সময় ধরে চোটের খরা কাটিয়ে অবশেষে মাঠে পা রাখলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। সেই সাথে সোমবার খেলোয়াড়ের আগমনের পরই আল আইনের বিরুদ্ধে 5-4 গোলে জয় পেয়েছে আল হিলাল। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। সেই সূত্রেই টানা 1 বছর 4 দিন মাঠের বাইরে যন্ত্রণার জীবন কাটিয়েছেন ব্রাজিলের পোস্টার বয়। যেই কথা বহুবার নিজের ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। এদিকে খেলোয়াড়ের মাঠে ফেরাকে এক প্রকার পাখির চোখ করে বসেছিলেন ভক্তরা। গত কালই সেই দীর্ঘ অপেক্ষা নিজের হাতে ভেঙ্গে দিলেন নেইমার জুনিয়র।
নেইমার মাঠে পা রাখতেই জয় পেল আল হিলাল
দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে ছেলেটা যে মাটি ফিরবে এ কথা প্রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। সেই মতো সোমবার আল হিলালের ম্যাচেও দেখা গিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে। সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইনের বিরুদ্ধে বল পায়ে মাঠে নামেন নেইমার। তবে জালে বল ঢুকিয়ে সাফল্য না পেলেও তার উপস্থিতি যথেষ্ট আত্মবিশ্বাস জুগিয়েছে হিলালের ছেলেদের। আর তাতেই 5-4 ব্যবধানে জয় পেয়েছে দল। এদিন নেইমারের মাঠে ফেরা দেখতে গ্যালারিতে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিও। ব্রাজিল দলের চেনা মুখের প্রত্যাবর্তন একগাল হাসি ফুটিয়েছে ভক্তদের মুখেও।
আল আইনের বিরুদ্ধে আক্রমণ শনাতে নেমেই নিজের চেনা ছন্দে গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সাথে ছোট ছোট পাস খেলে গোলের সুযোগ তৈরি হয়েছিল ঠিকই কিন্তু আল আইনের গোলরক্ষক তা নস্যাৎ করে। ম্যাচের প্রথম 16 মিনিটও গোল করার সুযোগ পেয়েছিলেন নেইমার, তবে তার সদ্ব্যবহার করতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়। তবে গোল না পেলেও তারকার উপস্থিতি যেন হিলাল ব্রিগেডে নতুন মাত্রা দিয়েছিল। যার প্রতিফলন দলের পর পর 5 টি গোল। আল আইনের ছেলেদের নাকানি চুবানি খাইয়ে 3 গোলের হ্যাটট্রিক করেছেন সালেম-আল দাসারি। অন্যদিকে আল আইনের হয়ে 3 গোল করেছেন সুফিয়ান রাহিমিও। তা সত্ত্বেও 5 গোলে ম্যাচ জিতে যায় আল হিলাল। সেই সাথে 4 গোল পরিশোধ করে পঞ্চম লক্ষ্য অধরা থেকে যায় আইনের ছেলেদের।
আরও পড়ুন: সমুদ্রের নিচে বিয়ের আয়োজন, অসাধ্য সাধন সৌদি আরবে