কলকাতা: পুজোর পর বেশ কয়েকটা দিন মনোরম আবহাওয়া ছিল। হু হু করে নামছিল তাপমাত্রাও। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নীচে । কমেছিল কলকাতার তাপমাত্রাও। কিন্তু এই শীতের আমেজে পাওয়ার আগেই মন খারাপের খবর দিচ্ছে আবহাওয়া দফতর। আলিপুরের কর্মকরতারা জানিয়েছেন আগামী ১৫ দিনে ঠান্ডা নয় বরং তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গেই বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ । শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুর্গাপুজোর শেষ দুদিনে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। তাপরেই জানানো হয় বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু এর মধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল।
তাপমাত্রা বেশ কম হওয়ার জেরে সর্দি-জ্বরের প্রবণতা বাড়ছে। থিক এই কারণেই চিকিৎসকরা সকলকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে বঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধিপেতে পারে।