HomeWeatherশুক্র-শনিতে বৃষ্টি, কবে জাঁকিয়ে পরবে শীত, সুখবর দিল আবহাওয়া দফতর

শুক্র-শনিতে বৃষ্টি, কবে জাঁকিয়ে পরবে শীত, সুখবর দিল আবহাওয়া দফতর

- Advertisement -

কলকাতা: শীত এক্তু দেখা দিয়েও উল্টে উধাও হয়ে গিয়েছে। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আকাশ মেঘলা। শুধু তাই নয় আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার বঙ্গজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কয়েকটা দিনে তাপমাত্রা পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে শীত নিয়েও বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই শীতের পরশ পাবে বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই কমবে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে এই দুদিনে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ২ দিনে উত্তরবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় ।

Most Popular