HomeWeatherআবারও নিম্নচাপ, ফের কি পুজোয় বঙ্গে বৃষ্টি, জেনে নিন কি জানাচ্ছে হাওয়া...

আবারও নিম্নচাপ, ফের কি পুজোয় বঙ্গে বৃষ্টি, জেনে নিন কি জানাচ্ছে হাওয়া অফিস

- Advertisement -

কলকাতা: পুজোর সময় আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছিল। কিন্তু আবহাওয়া দফতরের দেওয়া তথ্যে এবার কপালে ভাঁজ পড়ছে বাঙালির।  আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলেই জানানো হয়েছে। এর প্রভাব বাংলায় কতটা পড়বে তাই নিয়েই উদ্বেগে বাঙালি। জানুন বৃষ্টি হবে কিনা।

বাংলায় নবমী দশমীর দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগেই। এবার নিম্নচাপের কোথা শোনান হল। তবে  স্বস্তির খবর এটাই যে, বাংলার উপর এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না। বাংলায় কোথাও পড়বে না। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে ষষ্ঠী থেকে অষ্টমী । আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে নবমী থেকে। উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।

লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরল উপকূলে একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে ১৭ অক্টোবর মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সপ্তমীর দিন।  আবহাওয়ার খামখেয়ালি চরিত্র বোঝা দায়। তাই মনে মনে চিন্তা থেকেই যাচ্ছে বাঙালির।

 

 

 

 

 

 

Most Popular