HomeWeather৮ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, মাটি হতে পারে সরস্বতী পুজোর আনন্দ

৮ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, মাটি হতে পারে সরস্বতী পুজোর আনন্দ

- Advertisement -

মহানগর ডেস্ক:  আজ সরস্বতী পুজো সকাল থেকেই সাজো সাজো রব। কিন্তু সকলের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি।  এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া। মঙ্গল থেকেই বদলেছে আবহাওয়া। বাইরে বের হওয়ার আগে জেনে নিন কোথায় কতটা বৃষ্টি হবে।

বেশ কয়েকদিন বঙ্গ জুড়ে শীতের আমেজ থাকলেও বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। কলকাতারও পারদ চরেছে। শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি সহ খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, একটি অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত । তাছাড়াও উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে । বাংলায়  সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ।  এর জেরেই বৃষ্টি হয়েছে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে । তবে আজ বুধবারের পাশাপাশি আগামীকাল  বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মালদহ ও দিনাজপুরে। তাছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায়  বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি  বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা  ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে । বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বলেই জানানো হয়েছে। সকলকে সতর্ক করা হয়েছে।

Most Popular