HomeWeatherকতদিন চলবে শীতের সঙ্গে বৃষ্টি, বড় তথ্য দিল আবহাওয়া দফতর

কতদিন চলবে শীতের সঙ্গে বৃষ্টি, বড় তথ্য দিল আবহাওয়া দফতর

- Advertisement -

মহানগর ডেস্ক:  আজ  জমজমাট সোমবার। সপ্তাহের যেমন প্রথম দিন তেমননি আজ গুরুত্বপূর্ণ দিন। কেমন যাবে সোমবার। বৃষ্টি নাকি থাকবে কনকনে ঠাণ্ডা থাকবে। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ না হলেও আগামীকাল এবং পরশু বুধবার  পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দক্ষিণ ২৪ পরগনাতে  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে এখনই রেখাই নেই বঙ্গবাসীর । চলতি সপ্তাহও বৃষ্টিতে ভিজবে বেশ কয়েকটি জেলা। মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে কুয়াশার দাপট জারি থাকবে।   বুধবার পর থেকে বদলাবে আবহাওয়া। তারপর দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না।  কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে রয়েছে। গামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে রয়েছে।

Most Popular