HomeWeatherনিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস নবমী দশমীতে, শীত আসছে কি, জানুন আবহাওয়ার আপডেট

নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস নবমী দশমীতে, শীত আসছে কি, জানুন আবহাওয়ার আপডেট

- Advertisement -

কলকাতা: একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। যার জেরেই নবমী দশমীর দিন বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যার ২২ অক্টোবর পশ্চিম মধ্য মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোতেও কি বৃষ্টি মাটি করবে আনন্দ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই বৃষ্টির পরেই বঙ্গের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

এমনিতেই মায়ের বিদায়বেলায় সকলের মন ভার থাকে। তারমধ্যে যদি বৃষ্টি নামে তাহলে সেই কষ্ট যে কি তা আর কাউকেই বলে বোঝাতে হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন। নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা  উপকূলের এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টি হবে। দশমী ও একাদশীর দিন মৎস্যজীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে।

কলকাতাতে সেইভাবে না হলেও জেলাগুলিতে রাতের থেকে বেশ ঠাণ্ডা অনুভূতি হয়েছে। তাপমাত্রাও কমেছে বেশ অনেকটা। বৃষ্টির পর আরও তাপমাত্রা কমতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। জলীয় বাষ্পের পরিমাণ কমছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে বলেই জানানো হয়েছে।

Most Popular