HomeWeatherশীতের বিদায়, এবার হু হু করে বাড়বে তাপমাত্রা

শীতের বিদায়, এবার হু হু করে বাড়বে তাপমাত্রা

- Advertisement -

মহানগর ডেস্ক: শীত বিদায় নিচ্ছে। তা এবার জানান দিতে শুরু করেছে। বাইরে বেরালে কপালে জমছে ঘাম। কলকাতার পারদ গিয়েছে ২০ ডিগ্রির উপর।  চালাতে হচ্ছে ফ্যান।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আর শীত কমার সম্ভাবনা নেই। এবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।  সেই সঙ্গেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে ৩০ ডিগ্রির উপরে যাবে পারদ। অন্যদিকে আজ রবিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে।  যার কারণে বাংলায় ঢুকবে জলীয় বাষ্প। এতেই  বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায় জেলায়।  জানা গিয়েছে নতুন সপ্তাহে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে ।  উপকূলবর্তী জেলায় বেশী বৃষ্টির সম্ভাবনা।পাহাড়ি জেলাতে বৃষ্টি হতে পারে। এই মেঘলা আকাশের জন্য আগামীকাল সোমবার থেকে পারদ আরও বাড়বে। তবে পশ্চিমের জেলায় আরও কিছুদিন ঠাণ্ডা থাকবে।

আজ রবিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি  বেশি  বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৫ থেকে ৯৫ শতাংশ। ৩৪ ডিগ্রির কাছাকাছি যেতে পারে তাপমাত্রা। বুধবার রাজ্যের ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

Most Popular