HomeWeatherএকেবারেই গায়েব শীত, কলকাতায় বাড়বে তাপমাত্রা, জেনে নিন জেলার খবর

একেবারেই গায়েব শীত, কলকাতায় বাড়বে তাপমাত্রা, জেনে নিন জেলার খবর

- Advertisement -

মহানগর ডেস্ক:  হঠাৎ করেই একেবারে উবে গিয়েছে শীত। কলকাতার তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি। উত্তরবঙ্গ ছাড়া জেলাগুলিতে খুব একটা বেশী ঠাণ্ডা নেই। বাইরে বেরালে কপালে জমছে অল্প ঘাম। নেপথ্যে এই বৃষ্টি। আর কি কমবে তাপমাত্রা নাকি ফের হবে বৃষ্টি। জেনে নিন কি বলছে  হাওয়া অফিস।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩০-এর কাছাকাছি। ফেব্রুয়ারির শুরুতেই এই আবহাওয়ার বদল দেখে অবাক হচ্ছে সকলেই। এই মুহূর্তে আর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে এই মুহুর্তে শীতের বিদায়ের কথা জানায়নি হাওয়া অফিস, আপাতত এই রকমই থাকবে আবহাওয়া। ভ্যাপসা ধরনের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারনেই তাপমাত্রার এই ফেরফের।

অন্যদিকে উত্তরবঙ্গের দুই জেলায় দার্জিলিং ও কালিংম্পংতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক ভাবে শীত থাকবে। তবে সেই কনকনে শীত নয়। আপাতত আরও কিছুদিন শীতের আমেজ উপভোগ করার অপেক্ষায় গোটা বঙ্গবাসী।

Most Popular