HomeWeatherনবমী থেকে বদলাবে আবহাওয়া, জেনে নিন বৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস

নবমী থেকে বদলাবে আবহাওয়া, জেনে নিন বৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস

- Advertisement -

মহানগর ডেস্ক: ঠাকুর দেখা মহালয়ার পর থেকে শুরু হলেও পুজো শুরু আজ থেকে।  আজ মহা ষষ্ঠী, দেবীর বোধন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে মেতে উঠেছে সমস্ত বাঙালি। এক বছরের অপেক্ষার শেষে আনন্দরে জোয়ারে ভাসছে সকলে। কিন্তু এর মধ্যে মনে জমেছে চিন্তা কারণ নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে নবমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে সেইভাবে চিন্তার কিছু নেই। আজ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। দিনে একটু গরম থাকবেও রাতের দিকে তাপমাত্রা কমবে। দেশ থেকে বর্ষা বিদায় নিলেও আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই বৃষ্টি হবে বঙ্গে। বঙ্গোপসাগরের কিছু অংশে নিম্নচাপ তৈরি হবে ২১ অক্টোবর সকালের মধ্যে । পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে  ২৩ অক্টোবরের দিকে নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরেই নবমী এবং দশমীতে বৃষ্টি হবে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না অষ্টমী পর্যন্ত। ২৩ এবং ২৪ তারিখে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

Most Popular