মহানগর ডেস্ক: এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে গাড়ির পাশাপাশি চিড়িয়াখানা, জলপথ পরিবহণের টিকিটও বুক করা যাচ্ছে। এই অ্যাপে ভবিষ্যতে ইকো পার্ক-সহ কলকাতার বিভিন্ন সরকারি বিনোদন পার্কের টিকিট থেকে অ্যাম্বুল্যান্সও বুক করা যাবে। পরিবহণ দফতর সূত্রে বৃহস্পতিবার মিলেছে এই খবর।
মাস চারেক আগে গাড়ির বুকিং দিয়ে ‘যাত্রী সাথী’ অ্যাপের পথচলা শুরু হয়েছে। কিছুদিন হলো তাতে চিড়িয়াখানা, জলপথ পরিবহণের টিকিটিও কাটা যাচ্ছে।অ্যাম্বুল্যান্স বুকিংয়ের সুবিধে মিলবে নতুন বছরের শুরু থেকে।সরকারি সূত্রে জানা গিয়েছে,এ নিয়ে দিন কয়েক আগেই স্বাস্থ্য ও পরিবহণ দফতরের কর্তারা অ্যাম্বুল্যান্স চালকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন।
দীর্ঘদিনের অভিযোগ,মহানগরের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার সময়ে অ্যাম্বুল্যান্স দ্বিগুণ, তিনগুণ ভাড়া চায়।তাই এবার ঠিক হয়েছে, ‘যাত্রী সাথী’-তে অ্যাম্বুল্যান্স বুক করলে প্রতি ১০ কিমি যেতে নন-এসিতে ১ হাজার টাকা ভাড়া লাগবে। এসি-তে লাগবে ১,২০০ টাকা। দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হলে রোগীর পরিবারকে ২০ টাকা করে দিতে হবে প্রতি কিলোমিটারে।