Home Bengal শাহজাহানের পর শুভেন্দু-মিঠুন? কুণালের পোস্টে হৈ চৈ

শাহজাহানের পর শুভেন্দু-মিঠুন? কুণালের পোস্টে হৈ চৈ

বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতার হতেই এক্সে নতুন পোস্ট কুণাল ঘোষের।

by Pallabi Sanyal
52 views

মহানগর ডেস্ক : সারদা চিটফাণ্ড মামলায় বেকসুর খালাস কুণাল ঘোষ। নির্দোষ প্রমাণিত হয়েছেন আদালতে। তাও সামাজিক মাধ্যমে এখনও তার দিকে ধেয়ে আসে ‘চোর’ কটাক্ষ। কেন? আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও কেন এহেন কটাক্ষ শুনবেন তিনি? শাসকদলের মুখপাত্র শুধু নয় এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপধ্যায় সহ দলের বিধায়ক মন্ত্রীদের নীল বাতির গাড়ি দেখলেও চোর ধ্বনি দিতে শুরু করে বিরোধীরা। দুর্নীতি-কাটমানির একের পর এক খবরে চক্ষু চড়কগাছ হয়েছে রাজ্যবাসীর। আর তারই পাল্টা চোর কটাক্ষের শুরুয়াদ। সারদা মামলায় যেমন কুণাল ঘোষকে জেলে যেতে হয়েছে, নারদা মামলাতেও তেমন তোয়ালেতে মুড়িয়ে টাকা নিতে দেখা দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যদিও ঘটনার সময় শুভেন্দু ছিলেন তৃণমূলে। বাঁচতেই বিজেপিতে যোগদান বলে দাবি শাসকদলের। কেন গ্রেফতার হবেন না শুভেন্দু? নির্বাচনের প্রাক্কালে সিবিআই-ইডির যে তৎপরতা দেখা যায় তা কি কেবল বিজেপি বিরোধীদের জন্য? রাজনৈতিক মহলে এ নিয়ে রয়েছে বহু তর্ক-বিতর্ক। বৃহস্পতিবার মধ্যরাতে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি চাউর হতেই এবার শুভেন্দু অধিকার সহ মিঠুন চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে আরো একবার সোচ্চার হলেন শাসক মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনিই দাবি করেছিলেন আদালতের বাধায় নাকি শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না। আবার তিনিই দাবি করেছিলেন এ সপ্তাহের মধ্যেই গ্রেফতার হবেন সন্দেশখালির বেতাজ বাদশা। মিলেও গেল সেই ভবিষ্যদ্বানী।

বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতার হতেই এক্সে নতুন পোস্ট কুণাল ঘোষের। এবার তার দাবি, ‘রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেফতার হোক। এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।’

উল্লেখ্য,ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে ধর্না অবস্থান চলছে বিজেপির। ধর্নার দ্বিতীয় দিনেই গ্রেফার শাহজাহান। এদিকে কুণাল ঘোষ নজর ঘুরিয়েছেন শুভেন্দু-মিঠুনের ওপর। এসব নিয়ে ধর্না থেকে বঙ্গ বিদেপির নেতারা কোনো কড়া বার্তা দেন কিনা সেটাই দেখার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved