মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে মতুয়া মহাসঙ্ঘর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! অবৈধ লেনদেনের অভিযোগে ডিজি রাজীব কুমারকে চিঠি দিলেন ণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ইতিমধ্যেই বনগাঁয় বিজেপি ফের সাংসদ প্রার্থী মনোনীত করেছে শান্তনু ঠাকুরকে। নির্বাচনী প্রেক্ষাপটে মতুয়া-ভোট ব্যাঙ্ক নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে অবৈধ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসার পর।
ডিজিকে চিঠিতে মমতাবালা ঠাকুর জানান, প্রয়াত বীণাপাণি দেবী স্বাক্ষর করে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব দিয়ে গিয়েছেন। মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আয়-ব্যয়ের হিসাব প্রত্যেক বছর আয়কর রিটার্ন হিসেবে জমা দেন তিনি। ওই অ্যাকাউন্ট মারফত লেনদেন হওয়ার জেরে কোটি টাকা জমা পড়েছে। ঘটনার তদন্তের দাবিতে এবার ডিজিকে চিঠি দিলেন মমতা। ঘটনা নিয়ে সোমবার সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন মমতাবালা ঠাকুর। সেখানে কোন তথ্য উঠে আসবে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।জানা যাচ্ছে , ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৪৪ লক্ষ টাকা জমা পড়েছে। কোথা থেকে, কীভাবে এতটাকার লেনদেন হল, টাকার উৎসই বা কী তা নিয়ে উঠছে প্রশ্ন। তাই এই টাকার উৎস নিয়েই তদন্ত চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ।
উল্লেখ্য, প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা। পরিবারে রয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তার দুই ছেলে। ড় ছেলে সুব্রত ঠাকুর এখন গাইঘাটার বিজেপি বিধায়ক। ছোট ছেলে শান্তনু বনগাঁর বিজেপি সাংসদ তথা প্রতিমন্ত্রী। পরিবারেও রয়েছ শাসক বিরোধী দুই গোষ্ঠী। মমতাবালা ঠাকুর তৃণমূলের সাংসদ, অন্যদিকে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ।মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর দুই দলের কাছেই।