HomeBengalজনপ্রিয় রিয়েলিটি শো-এ মমতা, এক্স হ্যান্ডেলে তুলোধনা শুভেন্দুর

জনপ্রিয় রিয়েলিটি শো-এ মমতা, এক্স হ্যান্ডেলে তুলোধনা শুভেন্দুর

- Advertisement -

মহানগর ডেস্ক : সন্দেশখালির ঘটনা নিয়ে ক্রমে বাড়ছে ঝাঁঝ। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ওয়ানে অংশগ্রহণ করার ছবি নজর কাড়ছে সোশ্যাল মিডিয়ায় যা বিজেপির মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে। দিদি নং ওয়ানের সেটে রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারর পর এবার আসরে নামলেন রাজ্যোর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন।

এক্স হ্যান্ডেলের বার্তায় শুভেন্দু লিখেছেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগত মিথ্যাবাদী। তার সর্বশেষ আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে কারও আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে চলেছেন এবং এর জন্য একটি পোর্টাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন, যখন সরকারের এই বিষয়ে কোনও অবস্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা গরিব মানুষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার পরে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষদের, আমার অনুরোধে, আধার সেবা কেন্দ্র স্থাপন করতে সম্মত হয়েছে। যাদের কোন সমস্যা বা উদ্বেগ থাকতে পারে তারা দেখতে এবং তাদের সমাধান করতে পারেন। আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তার কাছে জনগণের কল্যাণের চেয়ে রাজনীতি গুরুত্বপূর্ণ। সন্দেশখালী একটি উদাহরণ। কুখ্যাত অপরাধী শাহজাহান শেখ এখনও পলাতক, যখন তিনি রিয়ালিটি টিভি শোতে ব্যস্ত। তার উপর লজ্জা।”

শ্যুটিং এর ছবিকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি করছে বিরোধীরা, এখন দেখার ফুল এপিসোড সম্প্রচারিত হওয়ার পরে পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।

 

Most Popular