HomeBengalফের উত্তপ্ত সন্দেশখালি, শাহজাহানের গ্রেফতারির দাবিতে গ্রামবাসীদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধে

ফের উত্তপ্ত সন্দেশখালি, শাহজাহানের গ্রেফতারির দাবিতে গ্রামবাসীদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধে

- Advertisement -

মহানহগর ডেস্ক:  বৃহস্পতিবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের সন্দেশখালি  উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা লাঠি হাতে রাস্তায় নেমে মিছিল করে সন্দেশখালি থানার দিকে মিছিল করে এগোতে শুরু করে।

বিক্ষুব্ধদের দাবি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। টাকা দেয়নি। টাকা চাইলে আমাদের মারছে। পুলিশ কোনও অভিযোগ শুনতে চায় না। পুলিশের কাছে নালিশ জানালে তারা বলে শেখ শাহজাহানের কাছে যান। পুলিশ, আরএএফ ঢাল নিয়ে এই বিক্ষোভ প্রতিহত করতে পারছে না। বিক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে রীতিমতো নরম স্বরে পুলিশ আধিকারিকরা বলেন, “তদন্ত শুরু হয়েছে, রেড করছি, গ্রেফতার করা হবে।”

উত্তম সর্দার বুধবার রাতে জনরোষে পড়ে পুলিশের সাহায্যে রেহাই পাওয়ার পর বলেন, “যারা আমার উপর হামলা চালায় তারা বিজেপি-সিপিএমের লোক।” এদিকে বৃহস্পতিবার বিক্ষুব্ধ মহিলারা-পুরুষ গ্রামবাসীরা বলেন, “আমরা তৃণমূল করি। আমরা গ্রামবাসী, বাইরের মানুষ নই। শেখ শাহজাহান, উত্তম, শিবুকে গ্রেফতার করতে হবে। এটা কেন রাজনীতি হচ্ছে? আমাদের ইজ্জত, সম্পত্তি সব কেড়ে নিচ্ছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা।” পুলিশ রীতিমতো নিরূপায় হয়ে আরএএফ নিয়ে এই জনরোষ নিয়ন্ত্রণ করতে ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে।

Most Popular