HomeBengalর‍্যাগিং বন্ধে সোচ্চার তৃণমূল সুপ্রিমো! শেয়ার করলেন টোল ফ্রি নম্বর

র‍্যাগিং বন্ধে সোচ্চার তৃণমূল সুপ্রিমো! শেয়ার করলেন টোল ফ্রি নম্বর

- Advertisement -

 

 

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন যাবত ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা দেশ।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং- এর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলিরও ধামাচাপা পরা তথ্য সাধারণ জনগণের সামনে উঠে আসছে।

এখন সজাগ প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ই।পৃথক হোস্টেলের ব্যবস্থা করছে অনেকেই র‍্যাগিং বন্ধ করার জন্য।আবার নতুন করে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে লালবাজারের টোল ফ্রি নম্বর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অ্যান্টি র‍্যাগিং টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮। মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন।সেখানে এসেই র‍্যাগিং ইস্যুতে মুখ খুললেন তিনি।এদিন তিনি র‍্যাগিং বন্ধের নেপথ্যে লালবাজারের টোল ফ্রি নম্বর শেয়ার করেন।মুখ্যমন্ত্রী বলেন,”শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র, কোথাও র‍্যাগিং হলে ফোন করে জানান। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন থাকবে। কড়া ব্যবস্থা নেবে সরকার।”

Most Popular