মহানগর ডেস্ক: দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে করা হয়েছিল জোড়া মামলা।মামলাকারীরের মধ্যে একজন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ী।অপরজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি,”এর আগে বহু ক্ষেত্রে এনআইএ-এর হাতে তদন্তভার গেলেও রাজ্যের বিরুদ্ধে অসহোযোগিতার অভিযোগ সামনে এসেছে। তাই এবার আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ তিনি।”
কিন্তু, মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানায়, এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারের হাতেই থাকবে।
শুভেন্দু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন।সোমবার সেই জনস্বার্থ মামলাটি শুনানির জন্য উঠলে, এই মামলার বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আদালত অসন্তোষ প্রকাশ করেছিল বলে শুভেন্দু পরে মামলাটি প্রত্যাহার করে নেন।