HomeWorldBrazilian Model: প্রায় উন্মুক্ত বিকিনি, ব্রাজিল সুন্দরীকে বিমানে উঠতে বাধা

Brazilian Model: প্রায় উন্মুক্ত বিকিনি, ব্রাজিল সুন্দরীকে বিমানে উঠতে বাধা

- Advertisement -

মহানগর ডেস্ক: বিকিনি পরায় এক মডেলকে উঠতে দেওয়া হল না বিমানে। তিনি বিমানে চড়ার ঠিকঠাক পোশাক পরেননি, এই যুক্তি দেখিয়ে ব্রাজিলের নাভেগান্টেস বিমানবন্দরে বিমান চড়তে দেননি বিমানকর্মীরা। কিনে চ্যান নামে একুশ বছরের ওই তরুণী মডেলের দাবি, তাঁকে বিমানে চড়ার অনুমতি দেওয়া হয়নি।

মডেল জানিয়েছেন তিনি ওয়েবসিরিজ সাইবার পাঙ্ক এডগারানার্স ছবির রেবেকার মতো পোশাক পরে বিমান ধরতে যান। কিনের ইনস্টাগ্রামে ছ লক্ষ বারো হাজার ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর এমন হয়রানির কথা জানিয়েছেন ব্রাজিলের মডেল। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন গত সপ্তাহের শেষে রীতিমতো অস্বস্তিকর ও বিব্রতিজনক ঘটনা ঘটেছে। একটি অনুষ্ঠানে রেবেকার কসপ্লে পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন।

তিনি আগে থেকেই জানতেন তাঁর দেরি হতে পারে। তাই সময় নষ্ট না করে পোশাক পরেছিলেন। কিন্তু তাঁকে বলা হয়েছিল নিজের ঘরে গিয়ে পোশাক বদলাতে। কারণ তিনি নাকি শোভনীয় পোশাক পরেননি। যদি ওই মডেল জানান তিনি একটি বিশেষ অনুষ্ঠানে যাচ্ছেন। কিন্তু সে কথা বিমানবন্দরের নিরাপত্তা অফিসাররা তাঁর কথা শোনেননি।

তাঁকে বিমানে উঠতে বাধা দেন। তাঁকে শরীর ঢেকে ফেলতে বলেন। ব্রাজিলের ওই মডেলের অনুরাগীরা অবশ্য ওই ঘটনায় দুভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদল গোটা ঘটনার জন্য তাঁকেই দায়ী করেছেন। তাঁদের কথায়, কিনেকে তাঁরা ভালোবাসেন ঠিকই,তবে একটু সুন্দর শোভন পোশাক তিনি পরতে পারতেন।

Most Popular