HomeWorldDog Helped Female Owner For Her Delivery: মালকিনের সন্তান প্রসবে ধাত্রীর ভূমিকায়...

Dog Helped Female Owner For Her Delivery: মালকিনের সন্তান প্রসবে ধাত্রীর ভূমিকায় দু বছরের বুল টেরিয়ার!

- Advertisement -

মহানগর ডেস্ক: অন্তঃসত্ত্বার সন্তান প্রসবে ধাত্রীর ভূমিকায় বেলে নামে দু বছরের বুল টেরিয়ার (Dog Helped Female Owner For Her Delivery)! খবরটা চমকে দেওয়ার মতো হলেও একশোভাগ সত্যি। এই প্রথম কোনও কুকুরকে লেবার রুমে থাকার অনুমতি দেওয়া হল ব্রিটেনে।  মিলটন কেনেস ইউনিভার্সিটি হাসপাতালে মালকিন টোমকিনকে সন্তান প্রসবে সাহায্য করল বেলে নামে বুল টেরিয়ার কুকুর। এমনই খবর জানিয়েছে বিবিসি। বিবিসির খবর অনুযায়ী. দুবছরের কুকুরটি তার মালকিনকে অন্তঃসত্ত্বা অবস্থা থেকে সন্তানের জন্ম দেওয়া এবং তার যত্নের ব্যাপারা সাহায্য করেছে। বেলেকে তার মালিক একটি সহকারী কুকুর হিসেবে টোমকিনের
অটিজম,উদ্বেগ ও প্যানিক অ্যাটাক মোকাবিলা করা নিয়ে প্রশিক্ষণ দিয়েছে। টোমকিন মাসের পর মাস বাড়ির বাইরে বেরোতে পারেননি। এমনকী দোকান বা চিকিৎসকের কাছেও যাওয়া হয়ে ওঠেনি। বেলেও তার মালকিনকে ছেড়ে বাইরে কখনও যায়নি। সে টোমকিনকে বিভিন্নভাবে সাহায্য করেছে।

প্যানিক অ্যাটাকের সময়ও বেলে মানুষের মতোই সাহায্যে এগিয়ে এসেছে। লিফটে বোতাম টিপেছে। ডেবিট কার্ড থাবার দু আঙুলের ফাঁকে নিয়ে এটিএম মেশিনের সামনে তা নিয়ে গিয়ে  টাকা তোলার ব্যাপারে সাহায্য করেছে বাজার দোকানে। বেলেকে ছাড়া বাড়ির বাইরে এক পাও বেরোননি টোমকিন। সারাদিন সারা সময়ই ঘরে বন্দি হয়েছিলেন।

টোমকিন বিবিসিকে জানিয়েছেন লেবার ওয়ার্ডে ঢোকার আগে বেলেকে বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। তাতে কী কী ঝুঁকি হতে পারে, তা নিয়ে খুঁটিনাটি যাচাই করা হয়। সব পরীক্ষায় সে ভালোভাবে উতরে গিয়েছে। প্রসব যন্ত্রণা হলে কী করণীয় তারও পরীক্ষা নেওয়া হয়। টোমকিন জানান সব পরীক্ষাই বেলে সাফল্যের সঙ্গে উতরে গিয়েছিল। হাসপাতালের বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে সে।

সন্তান প্রসবের হাসপাতালে নিয়ম করে যাওয়া থেকে স্ক্যান করার সময় বেলে দায়িত্বশীল ধাত্রীর মতো তাঁর পাশে পাশে ছিল। প্রসবের আগে অ্যামি প্যাংক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়েছিল যা তাঁর সন্তান জন্মের আগে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকী অপারেশন থিয়েটারে যাওয়ার সময়ও বেলে সর্বক্ষণ পাশেপাশে ছিল ঠিক মানুষের মতোই। সি সেকশন করে তাঁর সন্তান প্রসব করানো হয়েছিল। অপারেশনের সময়ও বেলেকে কাছাকাছি থাকতে দেখা গিয়েছিল।

Most Popular