HomeWorldট্রাম্পকে জেতাতে প্রায় 12 হাজার কোটি টাকা ঢাললেন ইলন মাস্ক

ট্রাম্পকে জেতাতে প্রায় 12 হাজার কোটি টাকা ঢাললেন ইলন মাস্ক

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জোর কদমে ভোট প্রচার চলছে আমেরিকায়। ইতিমধ্যেই বৃহস্পতিবার জর্জিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ একাধিক তারকাকে নিয়ে সমাবেশ সেরেছেন কমলা। অন্যদিকে নিজের মতো করে ভোটারদের আশ্বাস জোগাচ্ছেন ট্রাম্পও। যদিও রিপাবলিকান সদস্যকে জেতাতে প্রথম থেকেই মরিয়া বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে সম্প্রতি আরও 56 মিলিয়ন ডলার খরচ করার কথা জানিয়েছেন টেসলা কর্তা। এখনও পর্যন্ত রিপাবলিকান প্রার্থীর হয়ে এক্স প্রধানের ব্যয়ের পরিমাণ 132 মিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

ট্রাম্পের হয়ে ডলার বৃষ্টি ইলন মাস্কের 

গতকাল ফেডারেল নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত এক তথ্য মারফত খবর, বিশ্বের সবচেয়ে ধনী ব্যাবসায়ী তথা টেসলা ও এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের হয়ে ওয়াশিংটন ট্রাইফেক্টাতে অর্থ দিচ্ছেন। যার একমাত্র উদ্দেশ্য হাউস ও সিনেট রিপাবলিকান দের সমর্থন করার পাশাপাশি ট্রাম্প হোয়াইট হাউসের অর্থায়ন করা। মাস্কের এই অর্থ মূলত সুইং জেলাগুলিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে জেতাতে সাহায্য করবে। পাশাপাশি তরুন প্রজন্মকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে।

উল্লেখ্য, দেশের মহিলারা যেহেতু বেশিরভাগ কমলা হ্যারিসকে ভোট দেওয়ার পক্ষে, সেক্ষেত্রে ইলন মাস্কের অর্থে মূলত তরুণদের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই সাথে অর্থ খরচ করে মহিলাদের একটা বড় অংশের ভোট কেনার কথাও ভাবা হচ্ছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের অর্থের লোভ দেখানো নিয়ে ইতিমধ্যেই চিঠি বার্তায় সতর্ক করেছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট। সুপার পিএসিকে চিঠি দিয়ে ইউএস জাস্টিসের দফতর জানিয়েছে, সুইং স্টেটের বিভিন্ন জায়গায় 1 মিলিয়ন ডলার দিয়ে ভোট কেনার প্রোগ্রাম চলছে। যা ফেডারেল আইন বিরুদ্ধে এবং সম্পূর্ণরূপে বেআইনি। 

আরও পড়ুন: আর শেয়ার করা যাবে না নগ্ন ছবি! নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনছে গুগল

Most Popular