HomeWorldক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক যুদ্ধযান মেরামত করা অসম্ভব! দাবি ইজরায়েল সংবাদ মাধ্যমের

ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক যুদ্ধযান মেরামত করা অসম্ভব! দাবি ইজরায়েল সংবাদ মাধ্যমের

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: হিজবুল্লাহ ও হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলির আক্রমণে কেঁপে উঠেছে ইজরায়েলের মাটি। সেই সাথে একের পর এক ক্ষেপণাস্ত্রের দাপট ভয় ধরাচ্ছে দেশটির জনগণের মনে। এরই মধ্যে ইজরায়েলের এক সংবাদমাধ্যম স্বীকার করেছে সেনাবাহিনীর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির কথা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত একাধিক হামলায় ইজরায়েলের অসংখ্য ট্যাঙ্ক ও যুদ্ধ যান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিপুল ক্ষয়ক্ষতির শিকার ইজরায়েল

ইজরায়েল সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির সেনাবাহিনীর অসংখ্য সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্কার, গোলা বারুদ বহনকারী যান চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সংবাদ মাধ্যমটি ইজরায়েল সেনাদের উদ্ধৃত করে জানায়, দেশে যে চরম ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে অক্ষম তারা। একই সাথে, হিজবুল্লাহ ও হামাসের মতো শত্রু গোষ্ঠীগুলির হামলায় সেনাদের যে গাড়িগুলি নষ্ট হয়ে গিয়েছে তা মেরামতও করা যাবে না।

বিদেশি শত্রু পক্ষ তথা ইজরায়েল বিরোধী গোষ্ঠীগুলির হামলায় নষ্ট হওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে বিপুল সংখ্যক মার্কাভা ট্যাঙ্ক, টাইগার ও ইটান সাঁজোয়া যান। সূত্রের খবর, এই গাড়িগুলি মূলত সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ কেন্দ্র থেকেই মেরামত করা হতো। তবে আশঙ্কা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত যুদ্ধ যানগুলির সংখ্যা যেহেতু বেশি। ফলত গাড়িগুলি সারিয়ে আবার আগের অবস্থায় নিয়ে আসার মতো যথেষ্ট পরিমাণ কর্মী দেশে নেই। যদিও এখনও পর্যন্ত কতগুলি যুদ্ধ যান ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন: সেলিব্রিটিদের সাথে হওয়া স্ক্যাম আটকাতে নয়া পদক্ষেপ নিল Meta

Most Popular