মহানগর ডেস্ক: মরক্কোর বিধ্বংসী ভূকম্পের পর এবার ভয়াবহ বন্যা ও ঝড়ের কবলে পূর্ব লিবিয়ার বিস্তীর্ণ অঞ্চল (Massive Flood In Libya)। পূর্ব লিবিয়ার দেরনা শহরে ঝড় ও বন্যায় কমপক্ষে দু হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছেন কয়েক হাজার মানুষ। পূর্ব লিবিয়ার প্রশাসন এখবর জানিয়েছে।
টেলিভিশনে এক সাংবাদিক বৈঠকে পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিসমারি জানিয়েছেন দেরনায় বাঁধ ভেঙে পড়ায় প্রবল বিপর্যয় দেখা দিয়েছে। আশপাশের বাসিন্দাদের বন্যার তোড় সমুদ্রে ভাসিয়ে নিয়ে গিয়েছে। মুখপাত্র জানিয়েছেন নিখোঁজের সংখ্যা পাঁচ হাজার থেকে ছ হাজার বলে জানা গিয়েছে।
সোমবার সকালে ওই অঞ্চলে থাকা রেড ক্রিসেন্ট এইড গ্রুপ জানিয়েছিল দেরনা শহরে মৃতের সংখ্যা দেড়শোর কাছাকাছি। মৃতের সংখ্যা আড়াইশো ছুঁতে পারে বলে তারা আশঙ্কা করছে। তবে সংবাদ সংস্থা রয়টার প্রকৃত কতজন মারা গিয়েছে, তার সংখ্যা যাচাই করতে পারেনি। প্রসঙ্গত, ২০১১ সালে রাজনৈতিকভাবে পূর্ব ও পশ্চিমের মধ্যে দুভাগে বিভক্ত লিবিয়ায় ন্যাটোর মদতে বছরের পর বছর ধরে সঙ্ঘর্যের জেরে জনসেবা মুখ থুবড়ে পড়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া ত্রিপোলি সরকারের লিবিয়ার পূর্ব লিবিয়ায় নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়।
পূর্ব লিবিয়ার সমান্তরাল প্রশাসনের প্রধান স্থানীয় টেলিভিশনে জানিয়েছে ঝড়,বন্যার ফলে দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ কয়েক হাজার মানুষ। এদিকে ত্রিপোলিতে বিভক্ত দেশের প্রধান হিসেবে তিন জনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল জানিয়েছে তারা ভাতৃসুলভ ও বন্ধু দেশ এবং আন্তর্জাতিক সংগঠনগুলিকে সহায়তা দেওয়ার জন্য আর্জি জানাচ্ছে।