HomeWorldOffers Lucrative Money For Husband: মনের মতো স্বামীর খোঁজ দিলে নগদ পাঁচ...

Offers Lucrative Money For Husband: মনের মতো স্বামীর খোঁজ দিলে নগদ পাঁচ হাজার ডলার, টিকটকে ভাইরাল ভিডিও!

- Advertisement -

মহানগর ডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে জীবনের পঁয়ত্রিশটি বসন্ত। একা থাকতে থাকতে রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। কিন্তু এত বছরেরও মনের মতো স্বামী খুঁজে পাননি তিনি। শেষমেশ প্রস্তাব দিয়েছেন তাঁর জন্য একজন স্বামী খুঁজে দিলে তাঁকে পাঁচ হাজার ডলার দেবেন, ভারতীয় মুদ্রায় যা চার লক্ষ টাকারও কিছু বেশি।

ইভ ডিলে কাউলসন নামে ওই নিঃসঙ্গ ভদ্রমহিলা থাকেন লস অ্যাঞ্জেলিসে। তিনি কর্পোরেট লিটিগেশন অ্যাটর্নি। টিকটকে একটি ভিডিও পোস্ট করে একজন স্বামীর খোঁজ করার আর্জি জানিয়েছেন। টিকটকে তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। দশ লক্ষেরও বেশি। কাউলসন জানিয়েছেন এর আগে তিনি তাঁর বন্ধু এবং বসের কাছে এমন প্রস্তাব রেখেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি।

তাই সবার কাছেই তিনি তাঁর প্রস্তাব রেখেছেন। প্রস্তাবটা এরকম, কেউ যদি তাঁর হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাঁকে যদি তিনি বিয়ে করেন, তাহলে যিনি খোঁজ এনে দেবেন, তাঁকে তিনি পাঁচ হাডার ডলার দেবেন। তবে স্বামীর সঙ্গে দীর্ঘদিন থাকবেন না তিনি। বছর কুড়ি পর ডিভোর্সও করতে পারেন।

এটা নিয়ে বেশি মাথা ঘামানোর নেই। তবে সেরকম মানুষের খোঁজ যদি কেউ এনে দিতে পারেন,যাঁকে তিনি বিয়ে করতে পারেন, তাহলে যিনি খোঁজ এনে দেবেন,তাঁকে পাঁচ হাজার ডলার দেবেন। কাউলসন জানিয়েছেন পাঁচ বছর ধরে তিনি একা রয়েছেন।

এ কবছর তিনি ডেটিংয়ের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, ডেটিং অ্যাপেও চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য কোনওভাবে সহায় হয়নি। কাউলসন আরও জানিয়েছেন কোভিডের পর থেকে ডেটিং কালচারটাই পাল্টে গিয়েছে। অ্যাপসে বহু পুরুষই সেরকমভাবে সাড়া দেন না।

ফলে তিনি স্বামীর জন্য পাঁচ হাজার ডলার দিতে এক পায়ে খাড়া রয়েছেন। তাঁর সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চান তিনি। তাঁর অনুগত হয়েই থাকবেন। কেমন হবে হবু স্বামী, তা নিয়েও জানিয়েছেন হন্যে হয়ে স্বামী খুঁজে বেড়ানো কাউলসন। স্বামীর বয়েস ২৭ থেকে ৪০শের মধ্যে হবে। পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে লম্বা হবে। ব্রিটিশদের মতো রসিকতাবোধ থাকতে হবে। খেলাধুলো ভালোবাসবে।

জীবজন্তু ও বাচ্চাদের ভালোবাসবে-এরকম আরও কিছু ব্যাপার থাকতে হবে। তবে তিনি যেহেতু লম্বা,তাই হবু স্বামীকেও লম্বা হতে হবে। এর আগে যাঁদের সঙ্গেই পরিচয় হয়েছে,তাঁরা তাঁর লম্বা চেহারার জন্য শঙ্কিত ছিলেন। তাঁকে হিল পরতে বারণ করেছিলেন। যা তাঁকে বেশ দমিয়ে দিয়েছিল।

Most Popular