HomeWorldPakistani Actress Attacks Kangana: কঙ্গনার সঙ্গে দেখা করে তাঁকে চড় মারতে চান...

Pakistani Actress Attacks Kangana: কঙ্গনার সঙ্গে দেখা করে তাঁকে চড় মারতে চান পাকিস্তানের মডেল-অভিনেত্রী নৌরিন, কেন?

- Advertisement -

মহানগর ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে দেখা করতে চান পাকিস্তানের মডেল ও অভিনেত্রী নৌশিন শাহ (Pakistani Actress Attacks Kangana)। দেখা করে তাঁকে সজোরে থাপ্পড় মারতে চান তিনি। টক শো হদ কর দি-তে কথা বলার সময় কঙ্গনাকে আপাদমস্তক ধুয়ে দেন পাক অভিনেত্রী। কেন তিনি বলিউডের অভিনেত্রী কঙ্গনার সঙ্গে তিনি দেখা করতে চান, টিভির টক শোয়ে এই প্রশ্ন করা হলে নৌশিন জানান তিনি সত্যি সত্যিই তাঁর সঙ্গে দেখা করতে চান।

যেভাবে কঙ্গনা তাঁর দেশ সম্পর্কে আপত্তিকরভাবে কথা বলেছেন। পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে অশ্লীলভাবে কথা বলেছেন, তিনি তাঁর সাহসের জন্য তাঁকে সেলাম জানাচ্ছেন। তবে পাকিস্তান সম্পর্কে বলিউড অভিনেত্রীর কোনও ন্যূনতম জ্ঞান নেই। এরপরই কঙ্গনাকে খোঁচা দিয়ে বলেছেন, নিজের দেশের দিকে তাকিয়ে দেখুন। নিজের অভিনয়ে মন দিন। তাঁকে নিয়ে যে বিতর্কের পর বিতর্ক হয়েছে, তাঁর পুরনো বয়ফ্রেন্ডদের দিকে  মন দিন। কী হয়নি তাঁর।

এখানেই থেমে থাকেননি পাক অভিনেত্রী। রীতিমতো আক্রমণাত্মক হয়ে প্রশ্ন করেন, কঙ্গনা কীকরে জানলেন পাকিস্তানের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কীভাবেই তিনি পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে জানতে পারলেন। তাঁর দেশের এজেন্সিদের সম্পর্কেই বা জানতে পারলেন কি করে। তবে এতকিছু বলার পরেও শেষমেশ কঙ্গনাকে নিয়ে প্রশংসাও করেছেন নৌরিন। বলেন, দারুণ অভিনেত্রী। খুব সুন্দর। বাস্তবিকই খুব সুন্দর মহিলা। কিন্তু যখন অন্য মানুষ ও দেশগুলিকে শ্রদ্ধা করার ব্যাপারে তিনি কিন্তু একজন উগ্রপন্থীর মতোই আচরণ করে থাকেন।   

Most Popular