HomeWorldসানিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিয়ে করলেন শোয়েব মালিক, চিনে নিন নতুন...

সানিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিয়ে করলেন শোয়েব মালিক, চিনে নিন নতুন বউকে

- Advertisement -

মহানগর ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। ভারতীয় টেনিস  তারকা সানিয়া মির্জার  সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুজবের মধ্যে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। শোয়েব শনিবার এক্স-এ একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিজেই জানিয়েছেন।

শোয়েব বিয়ের অনুষ্ঠানের ছবি  পোস্ট করেছেন, যার ক্যাপশন  লেখা, ”আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।”  শোয়েব মালিকের  সঙ্গে সানা জাভেদের ডেটিং করার গুজব বেশ কিছুদিন ধরেই চলছিল।  এর আগে  আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন যখন তিনি গত বছর অভিনেত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন: “শুভ জন্মদিন বাডি,” লিখে সঙ্গে দুজনের একটি ছবি পোস্টও করেছিলেন। যদিও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কেউই মুখ খোলেননি।

শনিবার  তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানা জাভেদও। সানিয়া মির্জার  সঙ্গে শোয়েবের বিচ্ছেদের গুজব  দুই দেশের কাছেই  হট টপিক ছিল। এই খবরে তারকা ক্রিকেটারের ভক্তরা বিস্মিত হয়েছিলেন।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল,    শোয়েব মালিক  ২০১০ সালে টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করার আগে আয়েশা সিদ্দিকীকে ডিভোর্স  দিয়েছিলেন।   সানা জাভেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতেও তার নাম পরিবর্তন করেছেন, এটি সানা শোয়েব মালিক করেছেন। সানা জাভেদ ২০২০ সালে গায়ক উমর জাসওয়ালেরসঙ্গে বিবাহ করলেও তাঁদের ২০২৩ সালে   দুজনের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

Most Popular