HomeNationalঅনিল কন্যা অজন্তা থেকে সৌরভ জায়া ডোনা , লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন...

অনিল কন্যা অজন্তা থেকে সৌরভ জায়া ডোনা , লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন অনেকেই 

- Advertisement -

মহানগর ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গে সিপিএমের প্রধান বিরোধী নেত্রী। সিপিএম-এর প্রাক্তন ও প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস তখন কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাচ্ছিল্য করতেন। নানা কথা বলতেন। সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম বিরোধীতা নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে রুটিন প্রেস কনফারেন্সে অনিল বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলতেন, “উনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) এখন মুক্ত বিহঙ্গ, উড়ছেন। আগে গাছের ডালে বসুন, তারপর তাঁকে নিয়ে বলব।” এই অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস এবার তৃণমূলের প্রার্থী হতে চলেছেন।

বঙ্গ রাজনীতিতে মহিলাদের ভূমিকা নিয়ে গবেষণামূলক কাজে মমতার প্রশংসার জেরে সিপিএম অজন্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। অজন্তা এখন তৃণমূলের প্রার্থী হওয়ার অপেক্ষায়। অজন্তা কি তৃণমূলের সুরে সর মিলিয়ে শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূলের “অনিলায়ন” অভিযোগে গলা মেলাবেন? অজন্তাও কি উত্তরবঙ্গের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা ও বামফ্রন্টের মন্ত্রী উদয়ন গুহ যেমন তাঁর বাবা প্রবীণ ও প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা ও মন্ত্রী কমল গুহকে সমালোচনা করেছেন তেমন করবেন? প্রশ্ন সেটাই। তবে রাজনীতি সম্ভাবনার খেলা, তাই কে কখন কোন সম্ভাবনায় পড়ে কোন খেলা খেলবেন সেটা হয়তো তিনিও জানেন না।

জাতীয় রাজনীতিতে লোকসভায় পুরনো মুখের পাশাপাশি প্রতিবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন এবং অন্য ক্ষেত্রে জনপ্রিয় মুখকে প্রার্থী করতে চলেছেন বলে তৃণমূল সূত্রে খবর। সেই তালিকায় সৌরভজায়া ডোনা গঙ্গোপাধ্যায়, দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের অ্যাঙ্কর রচনা বন্দ্যোপাধ্যায় ঢ়েমন থাকতে চলেছেন তেমনই চেনা মুখের মধ্যে থাকতে চলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, যুবনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক জুন মালিয়া। অনিল কন্যা অজন্তা বিশ্বাসকে এবার যাদবপুর থেকে প্রার্থী করা হতে পারে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। প্রতিপক্ষ বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধিজীবী ছবির পালটা স্বচ্ছ ভাবমূর্তির অজন্তাই হয়ে উঠতে পারেন ঘাসফুল শিবিরের শক্তিশেল। যাদবপুরের সিপিএম প্রার্থীর বিরুদ্ধে অজন্তা প্রার্থী হলে সিপিএম যে বেকায়দায় পড়বে সেটা নিশ্চিত।

 

জুন মালিয়াকে মেদিনীপুর লোকসভা আসন থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। এই কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার অবশ্য দিলীপ ঘোষ টিকিট পাচ্ছেন কিনা সেটা এখনও নিচিত নয়। সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে এবার তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন, তৃণমূল সেটাই ঠিক করেছে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান রিয়ালিটি শো-এর মঞ্চে ডোনার সঙ্গে সাক্ষাৎ হয় তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, সেখানে এবিষয়ে কথা হয় দুজনের। পরিস্থিতি বা বদলালে দক্ষিণ কলকাতা থেকে এবার ডোনা গঙ্গোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী হওয়া নিশ্চিত।

Rachna Banerjee Biography, Career and Life Story - Tfipost.com

 

 

রচনা বন্দ্যোপাধ্যায়ের কাঁথি অথবা তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্রটি বর্তমানে বিজেপির দখলে আছে। এখন দেখার আর কোন নতুন মুখকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী করেন! তৃণমূলের অনেকেই বলছেন, এর মূল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে নবীনের আধিপত্য বাড়ানোর প্রতিচ্ছবিকে স্পষ্ট করে দিচ্ছে।

Most Popular