HomeNationalইসরোর নজরে সূর্য, জানা গেলো আদিত্য এল-১ মিশনের দিনক্ষণ

ইসরোর নজরে সূর্য, জানা গেলো আদিত্য এল-১ মিশনের দিনক্ষণ

- Advertisement -

মহানগর ডেস্ক: চন্দ্রযান ৩-কে চাঁদে পাঠিয়েই এবার সূর্যের উদ্দেশ্যে যাত্রা করবে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১। হতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল-১ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে সূর্যের উদ্দেশ্যে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার একটি অফিসিয়াল বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর সোলার মিশন সোলার রিসার্চ অর্থাৎ সূর্যের পর্যবেক্ষণের জন্যই। ইসরো সূত্রে খবর, এই মহাকাশযানটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যা সোলার করোনার প্রত্যন্ত অংশও নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। সোলার অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের আবহাওয়া-পরিবেশ কেমন তাও খুব ভালো ভাবে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১।

আরও পড়ুন: হিমালয়ের পাদদেশে অবস্থান মৌসুমী অক্ষরেখার, জেনে নিন কোথায় কেমন বৃষ্টি 

সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করতে চায় ইসরো। এই সোলার উইন্ড প্রায়ই সমস্যা তৈরি করে বিশ্বে। সাধারণ মানুষের কাছে এই সোলার উইন্ড আসলে অরোরা নামে পরিচিত। ইসরো তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হবে। সাধারণ মানুষ এই লঞ্চ ইভেন্ট দেখতেও পাবেন। তার জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে।

ইসরো জানিয়েছে, এই অভিযানে সূর্যের চারপাশে থাকা কক্ষপথ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১। ইসরোর এই মহাকাশযানে রয়েছে সাতটি পেলোড।ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের একদম বাইরের লেয়ারগুলি পর্যবেক্ষণ করবে পেলোড। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ পাড়ি দিয়েছে। এবার সূর্যের রহস্য ভেদে তৈরি আদিত্য এল -১।

Most Popular