HomeNational"মোদী ফিরবে..." ২০২৪-এর নির্বাচন নিয়ে গান প্রকাশ BJP-র, খোঁচা ইন্ডিয়া জোটকে

“মোদী ফিরবে…” ২০২৪-এর নির্বাচন নিয়ে গান প্রকাশ BJP-র, খোঁচা ইন্ডিয়া জোটকে

- Advertisement -

মহানগর ডেস্ক:  ২০২৪ সালের  লোকসভা নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব গোটা দেশের রাজনৈতিক মহলে। তৃতীয়বার  ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে বিজেপি(BJP)। তবে জয় নিয়ে  এখন থেকেই  আশাবাদী গেরুয়া শিবির । এই আবহেই বিজেপি বৃহস্পতিবার ২০২৪  সালের লোকসভা নির্বাচনে জয়ের প্রত্যাশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য অর্জনগুলি তুলে ধরে একটি নতুন গান প্রকাশ করেছে। যা নিয়েই শুরু হয়েছে হইচই।

বিজেপি  আস্থা প্রকাশ করে ভিডিওতে জোর দিয়ে উল্লেখ করেছে যে নরেন্দ্র  মোদী অভূতপূর্ব জয় নিয়ে  তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসতে চলেছেন। অযোধ্যায় রাম মন্দিরের জমকালো উদ্বোধনের আগেই  বিজেপি সোশ্যাল মিডিয়ায় দলের প্রচারের গান শেয়ার করেছে। গেরুয়া বাহিনী  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ভিডিওটি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা, “কাজের মাঠে ড্রাম রোল হবে! রামজি জ্ঞান দেবেন, আবার মোদী আসবেন। মোদী ব্যক্তি নন, তিনি দেশের সম্মান। তিনি ১৪০ কোটি মানুষের আশার প্রতিনিধিত্ব করেন। মোদী ফিরে আসবে, মোদী ফিরে আসবে।  এখানেই শেষ নয় উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রকাশিত এই গানে বলা হয়েছে যে ভগবান রামের প্রদত্ত বুদ্ধি দিয়ে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেবেন।

গানের  কথাগুলিতে  রাম মন্দির নির্মাণ, জম্মু ও কাশ্মীরে  ৩৭০ ধারা বাতিল, পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এবং সারা দেশে নির্মিত সড়ক নেটওয়ার্ক সহ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন বড় সিদ্ধান্তের উপর জোর  দেওয়া হয়েছে। গানটিতে বিরোধী দলের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সকেও কটাক্ষ  করা হয়েছে। রাজনৈতিক মহল বলছে এই গানের মধ্যে দিয়ে বিজেপি আসন্ন যুদ্ধের ময়দানে আরও একধাপ এগিয়ে গেল।

Most Popular