HomeNationalসীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক নাগরিককে গ্রেফতার করল BSF

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক নাগরিককে গ্রেফতার করল BSF

- Advertisement -

নয়াদিল্লি: ভারতের উপর আক্রমণ করার জন্য মুখিয়ে থাকে পাকিস্তান। সর্বদাই ভারতে সন্ত্রাসবাদ উস্কে দেওয়াতে মদত দেয় । সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করায়। এই কারণেই সীমান্তে কড়া পাহারা দেয় ভারতীয় সেনারা। তাতেই মিলেছে সাফল্য।  বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) কর্মকর্তারা  এক পাকিস্তানি নাগরিককে  সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার জন্য গ্রেফতার করেছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার বাসিন্দা মেহবুব আলী (৩০) কে গ্রেফতার করা হয়েছে।  বিএসএফ-এর মতে, “২৩শে সেপ্টেম্বর, একটি বিএসএফ টহল দেওয়া দল ভারত-পাকিস্তান সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে। তাকে সিন্ধুর বাদিন জেলার সিরানী এলাকার মেহবুব আলী (৩০), মোহাম্মদ ইউসুফের ছেলে বলে চিহ্নিত করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কি কারণে ভারতের প্রবেশের চেষ্টা করছিল ওই ব্যক্তি তা জিজ্ঞাসবাদ করা হবে বলে জানানো হয়েছে। কোনও উদ্দেশ্যে ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

Most Popular