HomeNationalসমুদ্রের অতলে গিয়ে "শ্রীকৃষ্ণের শহর" প্রত্যক্ষ করে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী 

সমুদ্রের অতলে গিয়ে “শ্রীকৃষ্ণের শহর” প্রত্যক্ষ করে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী 

- Advertisement -
মহানগর ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের দ্বারকা গিয়ে সমুদ্রের অতলে পৌঁছে শ্রীকৃষ্ণের পুজো করলেন। হিন্দু পুরাণে আরব সাগরের তীরে থাকা দ্বারকা শহরই এক সময়কার শ্রীকৃষ্ণের বাসস্থান। ওই শহরেই রয়েছে দ্বারকাধীশ মন্দির। রবিবার ঠিক সেখানে গিয়েই প্রার্থনা করেন নরেন্দ্র মোদী। পরে “সমুদ্রের অতলে থাকা” প্রাচীন দ্বারকা শহরে গিয়েও পুজো করেন প্রধানমন্ত্রী।
প্রাচীন দ্বারকা শহরে পৌঁছতে পারা এবং শ্রীকৃষ্ণকে ভক্তিভরে পুজো করাকে “ঐশ্বরিক অভিজ্ঞতা” বলেও বিবৃত করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আধ্যাত্মিক মহিমার একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করলাম।” নিজের এক্স হ্যান্ডলে সমুদ্রের অতলে পুজো করার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘জলের নীচে ডুবে থাকা দ্বারকা শহরে প্রার্থনা করা এক ঐশ্বরিক অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন।’’
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরে এবং একগুচ্ছ ময়ূরের পালক নিয়ে আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রধানমন্ত্রী পঞ্চকুনি সৈকতে পৌঁছে স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন। তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে ছিল স্কুবা গিয়ার। সমুদ্রের নীচে পুজো করার সময়কার ছবিও ইনস্টাগ্রাম এবং টুইটারে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

Most Popular