HomeNationalতিরুপতি মন্দিরে গিয়ে ১৪০ কোটি ভারতীয়দের জন্য এই প্রার্থনা করলেন PM Modi

তিরুপতি মন্দিরে গিয়ে ১৪০ কোটি ভারতীয়দের জন্য এই প্রার্থনা করলেন PM Modi

- Advertisement -

মহানগর ডেস্ক: শুধু দেশের দায়িত্ব সামলান এমনটা নয় কাজের ফাঁকে মন্দিরেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেন পুজো। করেন প্রার্থনাও। দেশ শাসকের বাইররে অন্য মেজাযে প্রায়ই দেখা যায় মোদীকে। তেমননি আজ সোমবার পূর্ণিমাতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের বিখ্যাত পাহাড়ী মন্দির পরিদর্শন করেছেন এবং  ১৪০ কোটি ভারতীয়দের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন।

মন্দিরে যাওয়ার ছবি এবং প্রার্থনা করার ছবি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে, ১৪০ কোটি ভারতীয়দের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।” প্রধানমন্ত্রী একদিকে যেমন প্রার্থনা করেছেন তেমননি মন্দিরের পুরোহিতরা মোদীর উপর বৈদিক আশীর্বাদ বর্ষণ করেন।

উল্লেখ্য, রবিবার রাতে তিরুমালায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রেনিগিন্টা বিমানবন্দরে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আবদুল নাজির এবং মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি মোদীকে স্বাগত জানান। পুজোয় বসার সময় প্রধানমন্ত্রীকে ধুতি পরতে দেখা গিয়েছে।

Most Popular