HomeEntertainmentমা'কে হারানোর পর সমাজমাধ্যমে প্রথম পোস্ট সায়নীর, এটাই লিখলেন অভিনেত্রী...

মা’কে হারানোর পর সমাজমাধ্যমে প্রথম পোস্ট সায়নীর, এটাই লিখলেন অভিনেত্রী…

- Advertisement -

মহানগর ডেস্ক: নতুন বছরের প্রথম মাস এখনও শেষ নয়। এর মধ্যেই জীবনের অন্যতম মুল্যবান সম্পদ হারালেন যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। প্রায়ত হয়েছেন তাঁর মা। মাকে চিরকালের মত হারানো একজন সন্তানের কাছে কতটা কষ্টের সেটা একমাত্র যে হারায় সেই সেই জানে।  মাতৃবিয়োগের পর মায়ের কোলে শুয়ে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সঙ্গে লিখেছেন আবগঘন কয়েকটা কথা। যা সকলের মনকে কাঁদিয়েছে।

পৌষ সংক্রান্তিতে মাকে হারিয়েছেন অভিনেত্রী। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রায়ত হয়েছেন সুদীপা ঘোষ। মাতৃবিয়োগে  খুব স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী সায়নী। মঙ্গলবার সকাল বেলায় সমাজমাধ্যমে মা নিয়ে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে আদুরে কন্যার মত শুয়ে আছেন সায়নী। ক্যাপশানে লিখেছেন, আর কি কখনো কবে, “এমন সন্ধ্যা হবে?
জনমের মতো হায়, হয়ে গেল হারা….” শেষে লেখা “ভাল থেকো মাগো!!”

 

View this post on Instagram

 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

বেশ অনেকদিন ধরেই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন  অভিনেত্রীর মা। অবস্থার আরও অবনতি হওয়ায় রবিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।  ছিলেন ভেন্টিলেশনে ।  কিন্তু শেষ রক্ষা হয়নি । সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুদীপা ঘোষের।  এখন মায়ের স্মৃতিতেই ডুবে অভিনেত্রী।

Most Popular