HomeNationalআচমকা চলল গুলি, মেয়েকে নিয়েই রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা, আতঙ্ক এলাকায়

আচমকা চলল গুলি, মেয়েকে নিয়েই রাস্তায় লুটিয়ে পড়লেন বাবা, আতঙ্ক এলাকায়

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা: আচমকা এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে, এক ব্যাক্তি তার মেয়েকে কাঁধে নিয়ে পথে হাঁটছিলো। তখনই হঠাৎ পিছন থেকে তাদের গুলি করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সোমবার নাগাদ।

পুলিশ সূত্রের খবর, এই হামলায় মেয়েটির অবস্থা অক্ষত থাকলেও ওই ব্যক্তি প্রাণ হারান। এছাড়াও ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ আরও জানিয়েছে, নিহত ব্যক্তি যখন রাস্তা দিয়ে তার মেয়েকে নিয়ে হাঁটছিলো তখন অন্য একজন ব্যক্তি বিপরীত প্রান্তের সরু গলি দিয়ে এসে মেয়েটির বাবাকে সামনে দিয়ে গুলি করে। ইতিমধ্যেই এই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

তাছাড়াও পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে জানা গিয়েছে। অন্যদিকে, গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০বছর। তিনি পেশায় একজন ব্যাবসায়ী।তিনি তার পৈতৃক বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলেন। আর ঘুরতে এসেই ঘটল বিপত্তি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Most Popular