HomeKolkataফের চোখ রাঙাচ্ছে করোনা! লাফিয়ে বাড়ছে সংক্রমণ, কলকাতায় আক্রান্ত ৪

ফের চোখ রাঙাচ্ছে করোনা! লাফিয়ে বাড়ছে সংক্রমণ, কলকাতায় আক্রান্ত ৪

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের কোভিড-আতঙ্ক শহরে। কলকাতায় আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলল! প্রত্যেকেই ভর্তি রয়েছেন শহরের বেসরকারি হাসপাতালে। যদিও বাংলায় এখনও নমুনা মেলেনি করোনার জেএন.ওয়ান সাব ভ্যারিয়েন্টের। কলকাতা সহ গোটা দেশেই করোনা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেষ্টপুরের এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৭২ বছর বয়সি ওই বৃদ্ধার করোনা পরীক্ষার রিপোর্ট দিন কয়েক আগে পজিটিভ আসে। তারপরই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

এছাড়াও, করোনার খোঁজ মিলেছে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিন জন রোগীর দেহে। তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন। তবে করোনা নয়, তিন রোগীকে আইসিইউতে রাখা হয়েছে অন্য রোগের কারণে। চিকিৎসা চলাকালীন তাঁদের দেহে করোনার উপস্থিতি জানা যায়। জানা গিয়েছে,রোগীদের কারও কারও শরীরে কোমর্বিডিটি রয়েছে। কলকাতায় গত সপ্তাহে পর পর আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল দু’দিন।

এমনকি  ছ’মাসের এক শিশুও ছিল তালিকায়। তাঁদের নমুনা পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ বাড়ানোর নেপথ্যে রয়েছে জেএন.১। তবে জিনোম সিকোয়েন্সিং করে কলকাতার কোনও রোগীর দেহে করোনার নতুন এই রূপের হদিশ মেলেনি।

বিশেষজ্ঞদের একাংশ তাতেই খানিকটা স্বস্তি মনে করছেন। এদিকে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দেশজুড়ে। বর্ষশেষের উদযাপনের আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একদিনে দেশে সংক্রমণ ছড়িয়েছে ৭৫২ জনের শরীরে,এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, গোটা বিশ্বে গত এক মাসে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনার দাপট।

Most Popular